পাখি এক্সপ্রেস
১.
পত্রটিতে ঈশ্বরের আগমন এবং তার কারণ স্পষ্ট করে লেখা আছে। তিনি কবিদের সভা আর তাদের মস্তিষ্কের যে অংশে শিল্প থাকে আর তর্ক থাকে এরকম নির্বাচিত অঞ্চলে আলোচনা অথবা হাতাহাতি উৎপাদন করার সম্মতি এবং কবিদেরকে তা মেনে নিতে বাধিত করার নিশ্চয়তা দিয়েছেন।
একপক্ষের ঈশ্বরের আগমন ঠেকানোর বিপরীতে অপরপক্ষ কিছুদিন ঘুমিয়ে কাটার সিদ্ধান্ত নিবে। তাঁর আকৃতি নিয়ে পত্রোদয়ের রাতে প্রাসাদষড়যন্ত্র পরবর্তী দিনগুলোতে নতুন মতবাদ আর দর্শনের উদ্ভব হবে, যার কেন্দ্রে ঈশ্বর পদ্মাসনের কিছু অসঙ্গতি ধরিয়ে দিতে রক্ষীদের আদেশ দিবেন।
২.
চা‘র কাপে সবার প্রথম চুমুকের পর একটি সম্ভবপর ছায়া ঈশ্বরের দাবি করলে সভার কবিগণ তাড়াতাড়ি চা শেষ করার তাগিদ পান
: ঈশ্বর নেমে এলেন ঘাস ফড়িংয়ের ক্ষিপ্রতায়
: সন্ধ্যা তার জন্ম নেয়া বাতিল করলে
: সূর্য নিজেকে খেয়ে নেয়
: একটি অবিশ্বস্য পূর্ণিমা আমাদের মস্তিষ্কে জায়গা করে নিলো
: আমরা সাহস এবং স্বস্তি পেলাম
: এদিকে শিরোণামের শুরুতে ঈশ্বরের অবস্থান বিতর্কে ভোটতত্ত্ব সৃষ্টির সময়ে তার সামনে বিশ্রাম রাখা হয়
: উদ্ধ্যত শিশ্নের মাথায় রাখা কিছু কৃপা এবং শক্তি দিলে
: নিজেদেরকে পুরুষ প্রমাণ করি
: এবং আমরা পরেরদিন থেকে পৃথিবীকে ভাগ করার বিষয়ে গোপনে একমত হই
: শেষে সবাই মিলে কবিতা নির্মণের বিষয়টিকে স্বীকৃতি দিই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।