পছন্দ নির্জন বাস, বই পড়া, গান শুনা, আবৃত্তি করা । পেশা দিন মজুর।
হাসান বৈদ্য
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যার সভাপতিত্বে জমায়েত হয়েছিল তিনি আর আমাদের মাঝে নেই । গাজীউল হক গত কাল বিকালে বাসা থেকে স্কয়ার হাসপাতালে নেবার আগেই মারা গেছেন। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
জাতীয় জাদু ঘরের নিচ তলার মিলনায়তনে ( সাল তারিখ খেয়াল নেই বলে দু:খিত) ভাষা আন্দলন প্রসঙ্গে গাজীউল হককে বলতে শুনেছি, ফরাসীরা যখন আন্দলন করে বাস্তীল দুর্গের দিকে যাচ্ছিল তখন তারা জানত না যে, এটি ভবিষ্যতে ফরাসী বিপ্লব নামে খ্যাত হবে। তেমনি আমরা যখন ভাষার দাবীতে ২১ ফেব্রুয়ারী ১৪৪ ধারা অমান্য করার প্রস্তুতি নেই তখনো জানতাম না যে, এটি ভবিষ্যতে রাষ্ট্র ভাষা দিবসের মর্যাদা পাবে, এটি ২১শে ফেব্রুয়ারী নামে খ্যাত হবে।
৮০ বছর বয়সে অন্তীম শয়ানে যাবার আগে, যে পতাকা গাজীউল হক আমাদের হাতে দিয়ে গেলেন ; তার মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।