বুধবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মহান ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক গাজীউল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকালে ঘুমের মধ্যে স্ট্রোক করলে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেয়া হয়। তারপর লাইফ সাপোর্টের মাধ্যমে তাঁকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
এর আগে ২০০১ সালে তার স্ট্রোক হয়। ভাষা সৈনিক গাজীউল হক ১৯২৯ সালের ১৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলন ছাড়াও ঊনসত্তরের গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী অন্দোলন– বাঙালির সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন গাজীউল হক। তার মৃত্যুর সংবাদ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কয়ার হাসপাতালে গেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।