আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়ান হাইওয়ে প্রসঙ্গ

মাঝে মাঝে মন নিয়ন্ত্রনহীন হতে চায়; কিন্তু...............

যে সতর্কতা ও প্রজ্ঞা নিয়ে অগ্রসর হওয়া দরকার তা আমাদের নতজানু শাসকগোষ্ঠী অতীতেও প্রদর্শন করতে পারেনি, বর্তমানেও নয় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আহ্বায়ক কমরেড খালেকুজ্জামান এশিয়ান হাইওয়ের সাথে বাংলাদেশ যুক্ত হওয়ার বিষয়ে আজ ১৬ জুন সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বলেন, এশিয়ান হাইওয়ে অর্থাৎ ইউরোপের সাথে এশিয়ার রাজধানী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলের যোগাযোগের স্বার্থে যে এশিয়ান হাইওয়ের প্রস্তাব ও পরিকল্পনা রয়েছে তার সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে রাস্তা নির্মাণ প্রশ্নে বাংলাদেশের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট বিবেচনায় রেখে বাংলাদেশের নিজস্ব পরিকল্পনা তৈরি, বাংলাদেশের মধ্য দিয়ে চলা এশিয়ান হাইওয়ে নক্সার ত্রুটি ইত্যাদি নিয়ে অতীতের সরকারগুলোকে যেমন সুস্থ চিন্তা করতে দেখা যায়নি, আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে আমাদের ভূ-প্রাকৃতিক বৈচিত্র ও আর্থিক দায় ইত্যাদি তুলে ধরতে দেখা যায়নি; তেমনি বর্তমান সরকারও বাংলাদেশের প্রেক্ষিত বিবেচনায় না রেখেই বিলম্বের অজুহাতে জাতীয় স্বার্থ ও জাতীয় মতামতের তোয়াক্কা না করে দ্রুততার সাথে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ, সামরিক নিরাপত্তা, সার্বভৌমত্বের সুরক্ষা কতটা নিশ্চিত করবে তা জনগণের কাছে পরিষ্কার নয়। সাম্রাজ্যবাদের বাণিজ্যিক ও সামরিক মুক্ত বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনার মাঝে আমাদের মত দুর্বল পুঁজিবাদী অবস্থানে থেকে যে সতর্কতা ও প্রজ্ঞা নিয়ে অগ্রসর হওয়া দরকার তা আমাদের নতজানু শাসকগোষ্ঠী অতীতেও প্রদর্শন করতে পারেনি, বর্তমানেও নয়। তিনি বলেন, তাছাড়া এশিয়ান হাইওয়ের ছদ্মাবরণে ভারত থেকে ভারতে (বেনাপোল-তামাবিল) করিডোর দেয়া যেমন সুবিবেচনা প্রসূত হয়নি, তেমনি ভারতের সাথে বহু বিরোধপূর্ণ বিষয় অমিমাংসিত রেখেই এ সিদ্ধান্তে বন্ধুত্বের হাত সম্প্রসারণের বদলে আধিপত্যের চাপই যে ক্রমাগত বাড়াবে তাতে সন্দেহমুক্ত থাকার কোন কারণ নেই। আমরা সরকারি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.