৮ মার্চ পাকিস্তান ও শ্রীলঙ্কার ফাইনালের মধ্যদিয়ে এশিয়া কাপের পর্দা নামবে। এরপরই বাংলাদেশে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। দীর্ঘ সময় ধরে দেশে ক্রিকেট উৎসব চলছে। এর মধ্যে খুব বড় আকারে না হলেও ঢাকাতে আন্তর্জাতিক হকির আসর শুরু হবে। আসছে এশিয়ান গেমস চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়ার লক্ষ্যে ১৫ মার্চ থেকে ঢাকাতে আট দলের বাছাইপর্ব শুরু হবে।
'এ' গ্রুপে ওমান, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা, কাতার। 'বি' গ্রুপে বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং ও ইরান লড়বে। এখান থেকে এশিয়া কাপে সুযোগ পাবে ছয়টি দল। অর্থাৎ বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিতই বলা যায়। অবশ্য বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হয়ে এশিয়া গেমস খেলা।
আট দলের মধ্যে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপকে নিয়ে সেমিফাইনাল। ২৩ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশে ১৯৮৫ সালেই এশিয়া কাপের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে এশিয়ান গেমসের বাছাইপর্বের লড়াইটা বড় কোনো আয়োজন হতে পারে না। তারপরও দীর্ঘদিন পর বিদেশি দলগুলো আসছে বলে হকিতে প্রাণের সঞ্চার হবে বলে আশা করা যাচ্ছে।
মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ হবে। গ্রুপ পর্বে প্রতিদিন ২ ও ৩টা করেও ম্যাচ অনুষ্ঠিত হবে। ইসলামী ব্যাংক টুর্নামেন্টের স্পন্সরের দায়িত্ব নিয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান স্পন্সর বাবদ ইসলামী ব্যাংক ফেডারেশনকে ৫০ লাখ টাকার নিশ্চয়তা দিয়েছে। টুর্নামেন্টে কোনো প্রাইজমানি থাকছে না।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেওয়া হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।