শনিবার গ্র্যান্ড প্রিক্সের রিকার্ভ ইভেন্টের পুরুষদের ব্যক্তিগত বিভাগের ফাইনালে তিনি ৬-৪ সেটে রাশিয়ার সাইবেকদোরঝিভ বেয়ারকে হারিয়েছেন।
এই সাফল্যে সানাকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, “তার এই সাফল্য দেশের জন্য গৌরব বয়ে এনেছে। আমার বিশ্বাস, তার হাত ধরে দেশের আর্চারি আরো এগিয়ে যাবে, আন্তর্জাতিক অঙ্গনে আরো সাফল্য পাবে।”
মিশ্র দলগত বিভাগে মাথুই প্রু মারমার সঙ্গে জুটি বেঁধে চতুর্থ হয়েছেন সানা। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হংকংয়ের সুই চাং ইয়ান ও লি কর ওয়াই ক্যালভিনের কাছে ৫-৪ সেটে হেরে গেছেন তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।