আমাদের কথা খুঁজে নিন

   

তথ্যপ্রযুক্তিতে বাংলা: ওপেন সোর্স

সুস্থবিজ্ঞানের চর্চা করতে চাই

ওপেন সোর্স সফ্‌টওয়্যার বলতে যা বুঝায় তা হল যে সফ্‌টওয়্যারে সোর্স কোড ওপেন মানে খোলা। তাই যে কেউ এর সোর্স কোড নিয়ে ব্যবহার করতে পারে। এই সোর্স কোড কে পরিবর্তন করে নিজের মত রুপ দিতে পারে। তবে একটি কথা মনে রাখতে হবে ওপেন সোর্স সফ্‌টওয়্যার মানেই কিন্তু ফ্রি নয়। বাংলাদেশে অনেক দিন আগে থেকেই এর চর্চা শুরু হয়েছে।

অঙ্কুর এর লিনাক্স ভিওিক শ্রাবন্তি অপারেটিং সিস্টেম এর মধ্যে উল্লেখযোগ্য। লিনাক্স অপারেটিং সিস্টেমে বাংলা সংযোজন আমাদের একটি বিরাট অর্জন। তা ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যলয় ও স্বেচ্ছা সেবী সংঘটন তাদের কাজের মাধ্যমে একাজে আমাদের আশার সঞ্চার করেছে। আর যাকে অবশ্য ধন্যবাদ দিতে হয় তা হল অভ্র কিবোর্ড। ইউনিকোড ভিওিক বাংলা লেখার এক অসাধারন সফ্‌টওয়্যার এটি।

আসলে ওপেন সোর্স এমন একটি বিষয় যাতে যে কেউ মেধা খাটিয়ে যেকোন কিছূ তৈরি করতে পারে। ফলে মেধার সঠিক মূল্যায়ন এতে পাওয়া যায়। এখানে মেধা প্রতিভা আর পরিশ্রম বিষয় টি মূখ্য আর অর্থ গৌন। তাই আমি মনে করি আমাদের দেশের ছেলেদের মেয়েদের এখাতে মেধা খাটনোর যথেষ্ঠ সুযোগ আছে। বাংলা কম্পিউটিং এর প্রসারের জন্য আমাদের আরো অনেক দুর যেতে হবে।

তাই এখন সময় এসেছে নিজেদের জাগ্রত করার। ওপেন সোর্সসিং এর মাধ্যমে নিজেদের তৈরী করতে হবে নতুন বাংলার যুগের জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।