সুস্থবিজ্ঞানের চর্চা করতে চাই
বাংলাদেশ, একটি ভাষার নামে একটি দেশ। সেই বাংলা ভাষার কতটুকু সুব্যবহার আমরা তথ্যপ্রযুক্তিতে করতে পারছি? তা একটি বড় প্রশ্ন আমাদের প্রযুক্তিবিদদের কাছে। আসলে সেই ক্ষেেএ আমাদের সরকারের হর্তাকর্তাদের তথ্য প্রযুক্তি সম্পর্কে অজ্ঞতা আর এ নিয়ে তাদের অনাগ্রহ লক্ষ্য করার মত। আমি অনেক দিন ধরে একটি বিষয় দেখছি, তা হল আমাদের সমাজের মানুষের মধ্যে যে কো্ন ধরনের টেকনিক্যাল বিষয় এড়িয়ে চলার প্রবনতা। তাদের মধ্যে তাই এনিয়ে আলোচনা অনেক কম হয়।
যা আমাকে খুব দুঃখ দেয়। তাই এই বাংলা ভাষায় কম্পিউটিং জোয়ার সৃষ্টি হতে পারে নি। বেসরকারী পর্যায়ে যা উন্নতি হয়েছে সরকারের কোনরকম সাহায্য ছাড়াই। সরকার অবশ্য তাতে ঈর্ষানিত্ব হতে পারে। তবু সরকারে যেন এখনও ঘুম ভাঙেনি।
আমরা এখনও একটি সরকারী কী-বোর্ড লেআউট পাইনি। য সত্যিই দুঃখজনক। ডিজিটাল বাংলাদেশ করতে হলে সবার আগে প্রয়োজন সরকারি বেসরকারী পর্যায়ে ব্যপক বাংলার ব্যবহার। আমরা ইংরেজিকে এখন বাংলার উপর জোর দেই , তবে আমাদের মনে রাখতে হবে আমরা শত চেষ্টা করলেও আমরা কিন্তু ইংরেজ হতে পারবনা। আসলে দেশের মানুষ কম্পিউটার বা তথ্য প্রযুক্তি বলতেই ইংরেজিকে বোঝে।
যা তাদের ভুল ধারনা। আর তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার করতে হলে অবশ্যই বাংলা ভাষার ব্যবহার বাড়াতে হবে সাথে সাথে সরকার কে অবশ্যই তাতে এগিয়ে আসতে হবে। (চলবে...)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।