আমাদের কথা খুঁজে নিন

   

পূর্বের নথি মোতাবেক

Sad Cafe

পূর্বের নথি মোতাবেক পাড়া না জুড়োলেও ছেলে ঘুমিয়ে পড়েছে বর্গীর ছায়াপাশে ক্ষুৎপিপাসাবশত... আমরা অভিজ্ঞতায় জেনেছি: শস্যের প্রাচুর্যই শুধু বুলবুলিদের ডেকে আনে। অগাধ শর্করার গান - প্রতিঋতু সমস্ত শূন্যতার ভেতরে কী দারুণ উঠে আসে! আর আমাদের পুনঃপুনঃ ধারণা হয়: কোথাও কোন ভরাট গোলা নেই এইগ্রহে! আমাদের নিরন্ন ছেলেরা ঘুমিয়ে পড়েছে এইহেতু নির্বান্ধব উঠোনজুড়ে, অনেক বুলবুলির ফ্যান্টাসি চোখে মেখে- অনেক মায়াঅঞ্জন... যার জ্ঞানে পৃথিবীর সমস্ত হেমন্তদিন ফুরিয়েছে সেই কবে! প্রেতচাঁদ তুমি শোন- যদিও অর্ধাঙ্গ, আর জেনে নাও - রসুন বুনে খাজনা অপরিশোধ্য মূলত পূর্বের নথি মোতাবেক- সবুরের কোন মেওয়া ফলেনি এ তল্লাটে। -------------------- আন্দালীব ২০০৮, প্রথমার্ধ লেখাটি রিপোস্ট করা হলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.