মা, মাটি ও মানুষকে ভালবাসি। ভালবাসতে চাই। হাদীস শরীফে এসেছে, হযরত হুযাইফা রা. বর্নিত যে তিনি বলেন, আমি একদা রসুলুল্লাহ স. কে জিজ্ঞেস করলাম, হে রাসুল স. আমরা একসময় মূর্খতা ও মন্দের মধ্যে নিমজ্জিত ছিলাম। অতপর আল্লাহ তায়ালা আমাদেরকে এই কল্যান দান করলেন। তবে কি কল্যাণের পর পূনরায় অকল্যাণ আসবে? তিনি বললেন, হ্যাঁ আসবে।
তবে তা হবে ধোঁয়াযুক্ত। আমি বললাম, সেই ধোয়া কি প্রকৃতির? তিনি বললেন, লোকেরা আমার সুন্নাত বর্জন করে অন্য তরীকা গ্রহণ করবে এবং আমার পথ ছেড়ে লোকদেরকে অন্য পথে পরিচালিত করবে। তখন তুমি তাদের মধ্যে ভাল কাজও দেখতে পাবে এবং মন্দ কাজও। আমি আবার বললাম সেই কল্যাণের পরও কি অকল্যাণ আসবে? তিনি বললেন হ্যাঁ। দোযখের দ্বারে দাড়িয়ে কতিপয় আহ্বান কারী লোকদেরকে সেই দিকে ডাকবে।
যারা তাদের ডাকে সাড়া দিবে তাদেরকে তারা জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। আমি বললাম, হে রাসুল স. আমাদেরকে তাদের পরিচয় জানিয়ে দিন। তিনি বললেন, তারা লিবাস-পোশাকে আমাদের মতই মানুষ হবে এবং আমাদের ভাষায় কথা বলবে। আমি বললাম আমি সেই অবস্থায় উপনীত হলে আমাকে কি নির্দেশ দিবেন? তিনি বললেন, তখন তুমি মুসলিমদের জামায়াহ ও ইমামকে আকড়ে ধরবে। আমি বললাম, সে সময় যদি কোন মুসলিম জামায়াহ বা ইমাম না থাকে? তখন কি করব? তিনি বললেন, তখন তুমি সেই সমস্ত বিচ্ছিন্ন দলের সব গুলোকেই পরিত্যাগ করবে।
যদিও তোমাকে গাছের শিকড় চিবিয়ে জীবনধারণ করতে হয়। এবং তুমি এই নির্জন অবস্থায় থাকবে যতক্ষণ না তোমার মৃত্যু হয়। অর্থঃ মৃত্যু পযর্ন্ত বাতিল হতে দূরে অবস্থান করবে, এতে যে কোন দুঃখ কষ্ট ও ত্যাগ স্বীকারে তোমাকে প্রস্তুত থাকতে হবে। (বুখারী ও মুসলীম)
আর মুসলীম শরীফের অপর বর্ণনায় আছে, রাসুল স. বলেছেন, আমার মৃত্যুর পর এমন কতিপয় ইমাম ও বাদশাহ'র আবির্ভাব ঘটবে, যারা আমার নির্দেশিত পথে চলবে না এবং আমার সুন্নাত ও তরীকা অনুযায়ী আমল করবে না। আবার তাদের মধ্যেও এমন কিছু লোকের আভির্বাব ঘট বে যারা গায়ে গঠনে এবং চেহারা তথা পোশাকাশাকে মুনুষই হবে তথা আমাদের মতই হবে, কিন্তু তাদের অন্তর সমূহ হবে শযতানের ন্যায়।
হুযাইফা রা বলেন, হে রাসুল স. যদি আমি সেই অবস্থায় পতিত হই, তখন আমার কী করনীয় হবে? তিনি বললেন, তোমর আমির বা নেতা যা বলে তা মানবে এবং তার আনুগত্য করবে, যদিও তোমার পিঠে আঘাত করা হয় এবং তোমার ধন=সম্পদ বায়েয়াপ্ত কারা হয়,তবুও তার নির্দেশ মেনে চলবে। আর তার আনুগত্য করবে। (মিশকাত ফিতনা পর্ব)
আজ আমাদের মুসলিম দের অবস্থা ও হাদীসে বর্ণিত অবস্থার মত হয়ে গেছে সুতরাং আসুন আমরা শিক্ষা গ্রহণ করি। জান্নাতের পথে চলি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।