ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)
আইজ বিকাল বেলায় ব্লগার "শয়তান" এর এলাকাতে গেছিলাম একটা কাজে, কাজ শেষ হওয়ার পর ভাবলাম হাতে যেহেতু সময় আছে শয়তান এর সাথে একটু মোলাকাত কইরা যাই। ফোন দিলাম তারে, ফোন ধইরা সে কইল, বাসায় আছি, চইলা আসেন। আমিও রওয়ানা হইলাম তার বাসার দিকে। বাসার গেটে পৌঁছাইতেই দেখি রাস্তার উল্টাপাশে একটা দেকানে মিলাদ হইতেছে। হুজুরে খুব সুর কইরা জোশের সাথে কইতেছেন "যেখানে মিলাদ-মাহফিল হয় তার আশে পাশে যতদূর পর্যন্ত এই মিলাদ মাহফিলের আওয়াজ পৌঁছায় সে পর্যন্ত কোন শয়তান থাকতে পারেনা, মিলাদ মাহফিলের আওয়াজ শুনলে শয়তান দৌড়াইয়া পালায়।" কথাটা চিন্তা করতে করতে শয়তান এর বাসার কলিংবেল টিপতেই কাজের লোক গেট খুইলা দিল। জিজ্ঞাস করলাম (...........) ভাই কি বাসায় আছে? সে তার রুম দেখাইয়া রুমে যাইতে কইল। আমিতো রুমে ঢুইক্কা পুরা তাজ্জব। শয়তান এর ঘর থাইকা তখনও হুজুরের সুরেলা গলা শুনা যাইতেছিল কিন্তু শয়তান দৌড়াইয়া পালানোত দূরের কথা বিন্দুমাত্র কোন বিকার নাই বরং বহাল তবিয়তে সামুতে ব্লগাইতেছেন।
হুজুরের কথা কেমতে কি হইল!
কিছুই বুঝলাম না !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।