এইমাত্র অনলাইনে অরডারকৃ্ত উবুন্টু ৯.১০ হাতে পাইলাম।
উবুন্টুর প্রতি আমার আগে থাইকাই এক্টা লোভ ছিল ।
অনলাইনে ২-৩ মাস আগে এক্টা অরডার দেই ।
আর আজকে দেখি আমার বাসায় উবুন্টুর সিডি এসে হাজির ।
আনন্দ হইয়াছি বৈকি কিন্তু মনের আবার ভয় বাবাজি বাসা ভাদতাছে ।
না জানি ইন্সটল কইরা আবার কোন বিপদে পরি।
তাই আমাদের অভিজ্ঞ টেকি ভাইদের কাছে সাহায্যর হাতখানা কামনা কচ্ছি।
আমি কোন রিস্ক না নিয়া কিভাবে উইন্ডোজ এর পাশাপাশি উবন্টু ইন্সটল কারতে পারমু???
কি মিনিমাম কনফিগ লাগতে পারে।
আর উবুন্টু ইউজারের নিয়ম কই থেকা ভালো জানতে পারমু
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।