সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে
প্রাচীন দেরাজের কোণ
কলমটা খুঁজে পেলাম না আর
এখানে ওখানে
ন্যাপথালিন উড়ে উড়ে
দেখি শুধু প্রাচীন দেরাজের কোণ পড়ে আছে।
কপিকল বেয়ে উঠে আসে
ফ্যামিলি এ্যালবাম
হেডিং সমেত বিগত মুখ
বিগত চোখ
বিগত খোলাবাজার!
প্রেমালাপের পত্রিকায়
চুপসানো মলম হায়।
পড়ে আছে সেই কবেকার।
পড়ে আছে এখনো আধ খাওয়া।
পড়ে আছে বিষণ্ন সিগারেট।
যেন যাদুকর ফেলে গেছে
ভুল গ্রিনরুমে
মলিন নোটবুক তার
বিবিধ ম্যাজিক বিষয়
পড়ে আছে এমন বিস্তর সরঞ্জামে।
কিন্তু কলমটা খুঁজে পেলাম না আর
এখানে ওখানে
প্রাচীন দেরাজের কোণে।
-------------------------------------------------------------------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।