কামনায় পৃথিবীর সকল সুন্দর দুচোখ মেলে দেখতে চাই সকলের অন্তর। প্রজন্ম চত্তরের গনজাগরন নিয়ে আমার কিছু ভাবনা ও অনুরোধ:
# তারুন্যের শক্তিকে যাতে কোন রাজনৈতিক দল নিজেদের আন্দোলন হিসেবে প্রমান করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
# সরকারকে ধন্যবাদ গনজাগরনের কাজে নিরাপত্তা ও সমর্থন দেয়ায়।
# তবে সকল রাজনৈতিক নেতাদের কাছে একজন ব্লগার হিসেবে আমার অনুরোধ থাকবে, এই আন্দোলনকে আপনারা কোনভাবেই বিতর্কিত করবেন না।
#যেই দলই লক্ষ-কোটি মানুষের জাগরনকে বিতর্কিত করতে চাইবে, সেই দলকেই বেশি ঠকতে হবে রাজনৈতিকভাবে।
#আমার প্রিয় আন্দোলনকারী বন্ধুগন, আমাদের আন্দোলনটি অন্যায়ভাবে কেউ অপব্যবহার করতে চাইছে কিনা সেদিকে সবাই চোখ, কান খোলা রাখুন।
#বিএনপির প্রতি পরামর্শ: আপনারা যদি তরুন প্রজন্মের কিছু ভোট নিজেদের ব্যাগে পুরতে চান, তাহলে জামায়াত ইসলামীর সাথে আপনাদের জোট ভাঙতে হবে। জামাতের হাত এবং তারুন্যের হাত একসাথে ধরা যাবে না।
# আওয়ামীলীগের বর্তমান সিদ্ধান্তগুলো আমার কাছে খুবই সময়োপযোগী মনে হচ্ছে যা বিএনপি পারছে না।
কথাগুলো শুধুই আমার বেকুব মাথা থেকে বের হওয়া কিছু চিন্তার ফসল।
অন্যভাবে কিংবা রাজনৈতিকভাবে নিবেন না কেউ দয়া করে। মানে লেখাগুলো কোন নির্দিষ্ট দলের দৃষ্টিতে নেবেন না। আমার দল একটাই। আমি মুক্তিযুদ্ধের পক্ষে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।