আমাদের কথা খুঁজে নিন

   

চলনবিলের অবস্থা ও তার ভবিষ্যত

সত্য বল সুপথে চল, ওরে আমার মন ...

এই মাসেই হয়ে গেল বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বের পরিবেশ সংক্রান্ত দায় এবারও আমরাই কাধে তুলে নিলাম এর তার সভা সেমিনারের মাধ্যমে। কিন্তু আমারা কবে আমাদের নিজেদের পরিবেশের দিকে নজর দিব, তা কি কেউ বলতে পারে? নাটোরের চলনবিল একটা বিখ্যাত দর্শনীয় স্থান। কিন্তু বর্তমানে তা কি আর দেখা যায়? আগে যেমন বলা হত ভূ-স্বর্গ হলো কাশ্মীর, কিন্তু এখন আর বলা যায়না যুদ্ধ আর অরাজকতার কারনে। কিন্তু আমরা কি বলবো।

আমাদের দর্শনীয় স্থান তো নষ্ট হলো আমাদের দেশের তল্পীবাহী নেতাদের কল্যানে। আগে পুরো বাংলাদেশের মৎস চাহিদার প্রায় এক তৃতীয়াংশ পুরন হতো বিল অঞ্চলের মাছ হতে। বিগত ১০ বছরে শুধুমাত্র চলনবিল হতেই প্রায় ৪লক্ষ মেট্রিকটন ব্যাঙ বাহিরের বিভিন্ন দেশে রপ্তানী হয়। তা থেকে সর্বোচ্চ না হয় ১০০ কোটি টাকাই আয় হয়েছে। কিন্তু ক্ষতি হয়েছে তার চেয়েও বেশি।

শীত কালে আগে বিপুল পরিমানে অতিথি পাখিরা এদেশে এসে বিলগুলোতে আশ্রয় গ্রহন করতো, তাদের প্রধান খাদ্যতালিকার একটি ছিল ছোট ব্যাঙাচি। এই খাদ্য গ্রহনের পরে পাখিদের যে বিষ্ঠা তা মাছেদের খুব ভাল খাবার ছিল, আর এতে করে বাড়তো মাছের অধিক উৎপাদন। আজ আর ব্যাঙও নেই, পাখিও নেই তাই মাছও নেই। আশা করি সংশ্লিষ্ট মহল এ বিষয়ে দ্রুত নজর দেবেন। তারা যদিও বেশির ভাগ সময়েই বিদেশী দাতা গোষ্ঠীদের দেশে আনতে ব্যাস্ত থাকেন,তবে তারা যেন একটু কষ্ট করে এবার বিদেশী পাখিদের দেশে আনার সঠিক বন্দোবস্ত করেন।

তা যেন আবার খাচায় ভরা পাখি না হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।