সুখি মানুষ
আকাশের পথ ধরে এ কোন মেঘ জমেছে
হৃদয় দক্ষিনা দুওয়ারে,
কেনো বা পলকে নোঁনা জল ও জল,
জল ও ধারা গড়িয়ে বেড়ায় মনের ও সীমার-
এ পাড় ও পাড় করে,
কার বাহুতে এ বেদনা বিরহে ভরেছিলো মেঘ-
আমার এ দেহ মনে আকাশে-
ভরে আধারে আড়ালে,
কি ছিল আমার দ্রোহের পরশে,
বিধাতারে ডাকি কেন তুমি হে সকল প্রহরে,
প্রতিটা নিশ্বাসে এনেছ গগন ও চুম্বি এ জলচ্ছাসে
হে মৃদু তুমি নয়নের জল, তুমি যে মৃদু নও-
তা আকাশ ফারিয়া শান্ত সাগরের এক ছটা ঢেও ও জানে,
জানে অই গলাপ ফুলটি যে তোমারে দিয়েছিল,
বুকের পাথরে নরম ও নব জলের বৃষ্টি,
তোমার অই জীর্ন মনের শির্ন আলয়ে-
সেই যে গেঁথেছিলো সেই দান,
কেনোই বা ভুলে আছ আজ এই মনে?
সে এনেছিলো যে ভালোবাসা-
তোমার অই দেহ প্রাণও বীরে সেই মানবিনী রে,
দু হাত পার করেই তারে দিয়াছ-
শুন্যে ভাসিয়ে পৃষ্টে নামিয়ে হাযার ও জুতোর দান!
এ বিধান যে তোমার ও ডাকে লিখা গো সখা সখী যে তোমারে যে বাঁধিছে হৃদয়ের দীবা আধারে,
সে ছিলো কত প্রহারে প্রাণ মজিয়া শত আধারে!
সে ফুল যে আজ কাঁদে, শত পদ দলে হারায়ে সেই দেহ,
স্পন্দন ও সেঁতারে...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।