বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যদি অফিসিয়াল স্পন্সর থাকত তাহলে কোন দলের স্পন্সর কে হতো তা নিয়ে একটি কাল্পনিক বিশ্লষণ দেখা যাক। দলের জার্সির ডিজাইন করার জন্য বিখ্যাত ব্লগার নাফিস ইফতেখারকে অনুরোধ জানানো হবে।
১। গ্রামীণফোন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গর্বিত স্পন্সর (দেশ বাঁচাও মানুষ বাঁচাও এবং কলরেট বাড়াও, বিদেশে টাকা পাঠাও)
২। বাংলালিংক- বাংলাদেশ আওয়ামী লীগের গর্বিত স্পন্সর (দিনবদলের রাজনীতি, নৌকায় ভোট দেন, সিম কার্ড ফ্রি নেন, আপনার না, আমাদের দিন বদলান)
৩। ইসলামী উন্নয়ন ব্যাংক- জামায়াতী ইসলাম, বাংলাদেশ (ছাগু) এর গর্বিত স্পন্সর ( দাঁড়ি পাল্লায় ভোট দিন, ভিন্ন পথে সুদ নিন এবং বেহেশতের টিকিট (রিটার্ন) ফ্রি নিন)
৪। ইউনিলিভার- জাতীয় পার্টি (এরশাদ) ওরফে 'লুল' এর গর্বিত স্পন্সর (লাঙ্গল মার্কায় ভোট দিন, প্রেসিডেন্ট পার্কের এন্ট্রি ফ্রি, সেই সাথে লাক্সের এ্যাডে আবেদনময়ী মডেলের অপূর্ব সুযোগ নিন) *শুধুমাত্র নারীদের ক্ষেত্রে প্রযোগ্য
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।