আমাদের কথা খুঁজে নিন

   

টরন্টো থেকে সংহতি জানাই নব প্রজন্মের মুক্তিযোদ্ধাদের

শাহবাগ স্কয়ারে ৭১ এর ঘাতকদের ফাসির দাবীতে নুতন প্রজন্মের ইতিহাস সৃস্টিকারি আন্দোলনের সাথে আমরা টরন্টোবাসীও আছি, মনে প্রাণে। ফেসবুকের পাতায়, ব্লগে গত কয়েকদিনে বলতে গেলে ২৪ ঘন্টা চোখ রাখতে গিয়ে কিছুটা অসুস্হবোধও করছি। তারপরও আগামীকাল মংগলবার বিকাল চারটায় (বাংলাদেশ সময়) যে যেখানে আছেন সেখানেই তিন মিনিটের জন্য দাড়িয়ে সংহতি প্রকাশ করার যে আহবান 'গণ জাগরনী' মন্চ থেকে জানানো হয়েছে, তার প্রতি পুর্ণ সংহতি জানিয়ে আমি ও আমরাও সবকিছু ফেলে দিয়ে তিন মিনিটের জন্য দাড়িয়ে থাকব। একই সময়ে। যদিও তা হবে টরন্টো সময় ভোর পাচটা। সামনে খোলা থাকবে টিভি 'চ্যানেল আই'। জানি কেউ ছবি তুলবে না আমাদের, জানবেও না আমরা কি করছি, কিন্তু আমরা এটা করবো সম্পুর্ণ মনের তাগিদে, আমাদের ভাই, বোন, সন্তান যারা গত সাতদিন যাবৎ খেয়ে না খেয়ে শাহবাগ চত্বরে পরে আছে, জাতিকে একত্রিত করেছে সম্পুর্ন নির্দলীয়ভাবে শুধুমাত্র একটি দাবীতে, তা হলো ঘাতকদের চরম শাস্তি। চলুন, টরন্টোবাসী আমরাও দাড়িয়ে যাই ওদের সাথে, একই সময়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।