আমাদের কথা খুঁজে নিন

   

ছারপোকা নিয়ে বিপাকে টরন্টো, নিউইয়র্কে যুদ্ধ ঘোষণা



ছারপোকা নিয়ে বিপাকে টরন্টো, নিউইয়র্কে যুদ্ধ ঘোষণা নতুনদেশ ডটকম ছারপোকা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে টরন্টো সিটি কর্তৃপক্ষ। কেবলমাত্র নিম্নআয়ের মানুষের ঘনবসতিপূর্ণ এলাকা বা সরকারি বাড়িই নয়, অভিজাত এলাকার সুরম্য কন্ডো পর্যন্ত ছড়িয়ে পড়েছে ছারপোকার উপদ্রব। পেষ্ট কন্ট্রোল কোম্পানিগুলো বলছে, ফি সপ্তাহেই তারা অভিজাত এলাকা থেকে গড়ে ৫/৬টি করে অভিযোগ পাচ্ছেন। গত কয়েকমাসে ইটোবিকোকের উইলিয়াম অসলোর হেলথ সেন্টার, টরন্টো পাবলিক লাইব্রেরী এবং নানা ধরনের ডিপার্টমেন্টাল স্টোর থেকেও ছারপোকার অভিযোগ পেয়েছেন সিটি এবং স্বাস্থ্য বিভাগ। ছারপোকার উৎপাত টরন্টো সিটি এবং স্বাস্থ্য বিভাগের জন্যে নতুন চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে।

ছারপোকা এখন নাগরিক সমস্যায় পরিণত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত শহর নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ গত সপ্তাহেই ছারপোকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছেন তারা ২০০৮ সালে যেখানে ছারপোকায় আক্রান্ত হওযার ২১ হাজার ৯২২টি অভিযোগ পেয়েছেন। ২০০৯ সালে সেটি বেড়ে দাড়িয়েছে ৩৩ হাজার ৭৭২। অভিযোগের পরিমাণ বেড়েছে প্রায় ৫৪ শতাংশ ।

বাধ্য হয়েই কর্তৃপক্ষ ছারপোকা দমনে বিশেষ টাস্কফোর্স গঠনসহ ৫ লাখ ডলারের বিশেষ তহবিল গঠনের ঘোষণা করেছে। জানা যায়, টরন্টোতেও ছারপোকার বিস্তার বেড়েই চলেছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২০০৩ সালে টরন্টো পাবলিক হেলথ কর্তৃপক্ষের কাছে ছারপোকার বিষয়ে মাত্র ৪৬টি অভিযোগ এসেছিলো। ২০০৮ সালে স্বাস্থ্য কর্তৃপক্ষ একটি হটলাইন স্থাপনের পর ১৩২৪টি অভিযোগ পেয়েছে। চলতি বছরে আগষ্ট পর্যন্ত ১ হাজার ৭৬টি অভিযোগ জমা হয়েছে।

এই অভিযোগ আরো বাড়বে বলে ধারনা করা হচ্ছে। তবে টরন্টোর মূলধারার পত্রিকাগুলোতে প্রায় প্রতিদিনই ছারপোকার উৎপাতের খবর গুরুত্বসহকারে ছাপা হচ্ছে। টরন্টোর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডেভিড ম্যাককাওয়ান বলেছেন,অভিজাত এলাকাগুলো বিশেষ করে হোটেল, কণ্ডো মালিকরা ছারপোকায় আক্রান্ত হলেও সামাজিক প্রতিক্রিয়ার কারনে সিটিকে তা অবহিত করে না। ফলে ছারপোকার সত্যিকারের বিস্তার সম্পর্কে সঠিক চিত্র পাওয়া কঠিন। সিটি সূত্রে জানা গেছে, ছারপোকায় আক্রান্তদের সহায়তা দিতে সিটি তিনজন কর্মকর্তাকে সার্বক্ষণিক দায়িত্ব দিয়েছে।

গত এপ্রিলে সিটি ৭৫ হাজার ডলারের তহবিল অনুমোদন করেছে ছারপোকায় আক্রান্ত নিম্ন আয়ের নাগরিকদের সহযোগিতা দিতে এই তহবিল বরাদ্দ করা হয়েছে। নাগরিকদের বিশেষ করে বাড়ী মালিকদের সচেতন করে তুলতে ছারপোকা বিষয়ে বিশেষ প্রকাশনায়ও হাত দিয়েছে টরন্টো সিটি। Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।