ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, টরন্টো কর্তৃক বাঙালীর পিঠা উৎসব ও বাংলা নববর্ষ-১৪১৬ উদযাপন ।
গত ১৯শে এপ্রিল রবিবার টরন্টোর বাঙালীপাড়া ড্যানফোর্থের রয়েল কানাডিয়ান লিজিয়ন হল ৯ ডজ রোডে জাকজমকপুর্নভাবে অনুষ্ঠিত হলো বাঙালীর প্রিয় পিঠা উৎসব এবং বাংলা বর্ষবরণ-১৪১৬ অনুষ্ঠান । উপচেপড়া দর্শক উপস্হিতিতে সার্বিকভাবে সাফল্যমন্ডিত এ অনুষ্ঠানের গর্বিত আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, টরন্টো, কানাডা ।
সারাদিন ব্যাপী বিশাল এ আয়োজনের প্রথমেই শুরু হয় শিশুকিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা । সকাল ১১ টায় শুরু হওয়া এ পর্ব চলে টানা দুপুর ২ টা পর্যন্ত ।
চিত্রশিল্পী মহিবুল ইসলাম ও শামিমা জেসমিনের পরিচালনায় শিশুকিশোররা রঙ তুলিতে ফুটিয়ে তোলে বাংলার মনোরম প্রাকৃতিক দৃশ্য । পরে টরন্টোর বিশিষ্ট ব্যবসায়ী, এটিএন মিউজিকের স্বত্বাধিকারী জনাব সামসুদ্দোহার সৌজন্যে প্রাপ্ত পুরুস্কারগুলো বিজয়ীদের মধ্যে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মীজান রহমান ।
দুপুর ৩ টায় ছোট্ মনি অহমা ও অন্তমার প্রাণবন্ত উপস্হাপনায় ও বাংলাদেশের প্রখ্যাত কোরিওগ্রাফার ‘তুলির’ পরিচালনায় এবং মৌ মধুবন্তির ও মেরুনা আহমেদের সহযোগীতায় শুরু হয় আকর্ষণীয় ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো । এতে অংশ নেয়, অহমা, অন্তমা, নাফিজ, সাবরিনা, অনিতা, অদ্রি, তাসফিয়া, প্রাপ্তি, রিদি, সারা, মাইসা, ইসলাম, সাশা, নেদিন, নাজিফা, নানমিম, পারুমিতা, অভিলিয়া, সেজুতি, রাকিন, আসফিয়া প্রমুখ ।
ফ্যাশন শো শেষ হতেই, অরুনা হায়দারের পরিচালনায় সুকর্ণা নৃত্যাংগন স্কুলের ছাত্র ছাত্রীদের চমৎকার ও দৃষ্টি কাড়া বৈশাখী নৃত্য দর্শক শ্রোতাদের হ৳দয় জয় করে নেয় ।
বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয় টরোন্টোর বাংলাদেশী লেখক লেখিকাদের সদ্য প্রকাশিত বইয়ের উপর আলোচনা । আহমেদ হোসেন ও সুমী রহমানের প্রান্জল উপস্হাপনায় এতে অংশ নেন ড. মীজান রহমান, রুমানা চৌধুরী, ফরিদা রহমান, মেহরাব রহমান ও রুখসানা লেইস ।
সন্ধা ৭ টায় “বৈশাখ, কি দেশে কি বিদেশে” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয় । জনাব গোলাম মোহাম্মদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রধান অতিথি ড. মীজান রহমান, তাসরীন শিখা, আব্দুল হালিম মিয়া । সভা পরিচালনা করেন জনাব ফিরোজুর রহমান ।
এরপর সন্ধা ৭টা ৩০ মিনিটে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । এতে অংশ নেন যুথিকা বড়ুয়া, আশরাফুল হুদা, জয় ও তৌফিক ।
রাত ৮টা ৩০ মিনিট থেকে একটানা রাত ১০ টা পর্যন্ত চলে প্রখ্যাত কন্ঠশিল্পী রনি প্রেন্টিসের একক সংগীতানুষ্ঠান । তিনি প্রায় ১০/১২টি বিভিন্ন ধরনের বাংলা জনপ্রিয় গান শুনিয়ে হল ভর্তি দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন ।
এছাড়া এসব অনুষ্ঠানের ফাকে ফাকে স্বরচিত কবিতা ও কৌতুক পরিবেশন করেন কবি মৌ মধুবন্তি, নাসরিন খান রুমা, সাথী আহমেদ, শেখর গোমেজ, নুরে আলম আল আজাদ প্রমুখ ।
তবলায় ও যন্ত্র পরিচালনায় ছিলেন যথাক্রমে মি: দোলন ও মি: সুমন ।
এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মীজান রহমান, বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক জনাব আফসান চৌধুরির সাথে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ড. মোজাম্মেল হক, ড. আজিজুল মালিক, ড. মিজানুর রহমান, ড. বিল্লাহ, ড. মাহামুদুল আমিন, ড. ফাহিম কাদের প্রমুখ ।
বৈশাখি এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষন ছিল পিঠা উৎসব । বিভিন্ন স্বাদের হরেক রকমের মজাদার বাংলাদেশী পিঠার স্টলে ছিল উপচেপড়া ভীড় । শ্রেষ্ঠ পিঠা স্টলের জন্য বিশেষ পুরুস্কার দেওয়া হয় মিসেস শাহনাজ হুদাকে ।
এছাড়া মেলার বিশেষ আকর্ষন ‘পান্তা ইলিশ’ পরিবেশনের জন্য পুরুস্কার অর্জন করেন মিসেস ওয়ালী । এছাড়াও লেখিকা রুমানা চৌধুরীর নিজস্ব বইয়ের স্টল, চটপটি, চা, সমুচা, চুড়ির দোকানগুলোতেও লক্ষ্যনীয় ভীড় পরিলক্ষিত হয় ।
পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক আহমেদ হোসেনের সম্পাদনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কর্তৃক প্রকাশিত অনবদ্য স্মরণিকা “বৈশাখী” সবার দৃষ্টি আকর্ষন করে ও প্রশংসা কুড়ায় । অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন করতে সহযোগীতা করেন ব্যারিষ্টার কামরুল হাফিজ, আনোয়ারুল কবীর, একে আজাদ, সবিতা সাহা, মনিরুজ্জামান, মেরুনা আহমেদ, আনজুমান রোজী, সাঈদ ইমাম, গৌতম পাল, আবুল হাশেম প্রমুখ । অনুষ্ঠান শেষে সকলকে ধণ্যবাদ জ্ঞাপন করেন বাংলা নববর্ষ উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক ইসতিয়াক উদ্দিন আহমেদ ।
তারিখ: ২১ শে এপ্রিল, ২০০৯
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।