আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে বদলাতে হবে আগে।



আমি শপথ করছি যে, * কারো নামে মিথ্যা রির্পোট করবো না। * খবরে প্রকাশ ,নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক কর্মকর্তা বলেন, অনেকের ধারণা, বিশেষজ্ঞদের মতে,এ ধরনের মিথ্যা কোন বাক্য ব্যবহার করে টেবিল নিউজ তৈরী করবো না। * ব্যক্তিগত ,ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ করার জন্য রিপোর্ট করবো না। * কারো সামাজিক মর্যাদা হানিকর রির্পোট থেকে বিরত থাকবো। * মিথ্যা সার্কুলেশন সংখ্যা বাড়িয়ে জনগনকে ধোকা দেবনা।

এবং প্রকাশিত অর্ধেক পত্রিকা ইসলামপুরের লুঙ্গীর দোকানে পাঠাবো না। * পত্রিকার সার্কুলেশন বাড়াতে লোক দেখানো জনসেবা করবো না। *আদর্শিক বিরোধিতার জন্যই কারো বিরুদ্ধে অপপ্রচার চালাবো না। * মিথ্যা নিউজের পর নিজ অবস্থান থেকে ক্ষমা স্বীকার ,অথবা প্রতিবাদ ছাপাবো। * অন্য ব্লগের সফলতায় ঈর্ষান্বিত হয়ে নিজেই ব্লগ তৈরী করবো না।

* * সমালোচক কে সুযোগ পেলে চৌদ্দগোষ্ঠী উদ্ধার করবো না বরং নিজেকে বদলাবো আগে,কারণ আমার বদলে যাওয়া দিয়েই বাংলাদেশ বদলাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.