আমাদের কথা খুঁজে নিন

   

নোটিশ বোর্ড

বিয়ের ছবি
ওয়েডিং চ্যাপেল দিচ্ছে বিয়ের ছবি তোলার নানা প্যাকেজ। এ ছাড়া ভিডিওগ্রাফি ও মঞ্চসাজের ব্যবস্থাও করে দেয় তারা। ওয়েবসাইট: www.weddingchapelbd.com

সৌন্দর্যচর্চার আয়োজন
যুথি’স
যুথি’স বিউটি কেয়ার স্টুডিও দিচ্ছে সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ। ১৫০০ থেকে ৪৫০০ টাকার এসব প্যাকেজে থাকছে চুল রিবন্ডিং, চুল রং করা, ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর ইত্যাদি নানা কিছু। এ ছাড়া বিয়ের সাজের প্যাকেজও বেছে নিতে পারবেন।

সৌন্দর্যচর্চার প্রশিক্ষণও দেয় তারা। ঢাকার মোহাম্মদপুরের নূরজাহান রোডে তাদের শাখা আছে।
প্রিয়াংকা’স
১৫০০ টাকায় ফেসিয়াল, চুলের যত্ন ও ভ্রু তোলার প্যাকেজ দিচ্ছে প্রিয়াংকা’স অ্যারোমা থেরাপি। আগামী ১ থেকে ১০ জুন পর্যন্ত এ সুযোগ থাকবে ঢাকায় তাদের ধানমন্ডি ও বেইলি রোড শাখায়।

আলোকচিত্র প্রশিক্ষণ
ফুজি ফিল্মের আয়োজনে হতে যাচ্ছে বিয়ের ছবি তোলার প্রশিক্ষণ।

এক দিনের এ কর্মশালায় প্রশিক্ষণ দেবেন আলোকচিত্রী প্রীত রেজা। ৩১ মে হবে প্রশিক্ষণ। ফোন: ০১৮৩৩৩৩২৬১৯।

মায়ের জন্য ভালোবাসা
কার্ডে এঁকে ও লিখে মায়ের প্রতি ভালোবাসা জানাল শিশুরা। নিডোর আয়োজনে দেশজুড়ে প্রায় ৮০০ বিদ্যালয়ে চলল এই আয়োজন।

১১ ও ১৫ মে স্কুলে গিয়ে শিশুদের হাতে কার্ড তুলে দেন আয়োজকেরা। আর স্কুল ছুটির পর সেই কার্ডগুলো নিজের মনের মতো করে সাজিয়ে মায়ের হাতে তুলে দেয় শিশুরা। এভাবেই মায়ের প্রতি ভালোবাসা জানায় তারা।

পরিবেশবান্ধব উদ্যোগ
পরিবেশবান্ধব বাসনকোসন ব্যবহার করছে এখন ন্যানদোস। পরিবেশ রক্ষায় ‘হিল দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে প্রচারণা শুরু করেছে তারা।

এর অংশ হিসেবে তাদের রেস্তোরাঁয় পুরোনো সব বাসন বদলে ফেলা হয়েছে। এর আগে তাদের বাসনগুলো তৈরিতে সিসার ব্যবহার হতো। এবার নতুন প্রযুক্তিতে সিসার ব্যবহার ছাড়াই তৈরি করা হয়েছে এসব বাসন। ২৩ মে তাদের গুলশান শাখা থেকে এ প্রচারণার ঘোষণা দেওয়া হলো।

খাবার উৎসব
সিচুয়ান খাবার উৎসব চলছে ঢাকার হোটেল ওয়েস্টিনে।

আগামী ৩০ জুন পর্যন্ত এ উৎসবে থাকছে নানা ধরনের স্যুপ, গরু ও মুরগির মাংসের নানা পদ।

রান্নার বই
বাজারে এল রান্নার বই কল্পনা রহমান-এর সেরা রেসিপি। রূপচাঁদা নিবেদিত রান্নার এ বইটি উৎসর্গ করা হয়েছে পুষ্টিবিশেষজ্ঞ সিদ্দিকা কবীরকে। বইটিতে সালাদ, সবজি, নানা রকম মাংস, মাছ, ডিম, বিরিয়ানি, কাবাবের রেসিপির সঙ্গে আরও আছে নানা পদের নাশতা, পরোটা, পিঠা, পানীয় ও মিষ্টিজাতীয় খাবারের রেসিপি। কল্পনা রহমান জানান, রান্নার সঙ্গে পুষ্টির ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে।

সেরা রেসিপির প্রতিটি পুষ্টিগুণ লক্ষ রেখে তৈরি করা হয়েছে। বইটি পাওয়া যাচ্ছে ঢাকার বই বিচিত্রা, জ্ঞানকোষ, আরিফ প্রকাশনী, পিবিএসসহ চট্টগ্রামের বুকমার্ট, যশোরের জনতা লাইব্রেরি, সিলেটের পপি লাইব্রেরি ও পটুয়াখালীর বীণাপাণি লাইব্রেরিতে। এ ছাড়া বইটি পেতে যোগাযোগ করুন: মিশুক একাডেমী, ০১৭১৫৭৫২২৩৪। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।