আমাদের কথা খুঁজে নিন

   

পেঁচা নোটিশ

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । লিখিয়ে, উদ্যমী ও উৎসাহী লেখকদের অনুপ্রাণিত করাই ‘পেঁচা’-এর একমাত্র উদ্দেশ্য” এই স্ল্লোগান নিয়ে গত ১২ জুলাই যাত্রা শুর” করে নতুন ব্লগ সাইট ‘www.pechablog.com‘ । অগ্রজ লেখকদের অনুপ্রেরণা ও সাহচর্যে মূলত নতুন এবং উৎসাহী লেখকদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করে এই পেঁচা ব্লগ । বাংলাদেশের ব্লগ চর্চায় ব্যতিক্রমধর্মী অবদান রাখতে সদা তৎপর এই ব্লগ ।

গল্প, কবিতা, চলচিচত্র রিভিউ , ভ্রমণ কাহিনী, ছবি ব্লগ, শিল্প, সামাজিক ও রাজনৈতিক বিষয়, বিজ্ঞান প্রযুক্তি সহ নানাবিধ লেখা প্রকাশের সুযোগ করে দেয় এই ব্লগ সাইটটি । “পেঁচা” আগামী ১২ অক্টোবর রোজ শুক্রবার সন্ধ্যা ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে “চলচ্চিত্রের উন্নয়নে ব্লগের ভূমিকা” শীর্ষক মতবিনিময়ের আয়োজন করেছে। বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং সুস্থ চলচ্চিত্রের আন্দোলনে ব্লগের ভুমিকা নিয়ে আলোচনা করবেন দেশের শীর্ষস্থানীয় চলচ্চিত্র সমালোচক এবং ব্লগার বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন, সাইফুল আলম চৌধুরী, (শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়, গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) ইমরান ফেরদৌস, (ইনডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, চলচ্চিত্র সমালোচক, ব্লগার) সৈয়দ ফায়েজ আহমেদ, (চলচ্চিত্র সমালোচক) মোহাম্মদ সোলায়মান সুখন, (ভিডিও ব্লগার) ফজলে রাব্বি আসিফ, (চলচ্চিত্র বিষয়ক ব্লগার) নাজমুল হোসেন দারাশিকো, (চলচ্চিত্র বিষয়ক বহুল আলোচিত ব্লগার) জাকির হাসান রাজু, (চলচ্চিত্র পরিচালক) অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। আপনারা সবাই আমন্ত্রিত।

ধন্যবাদান্তে, পেঁচা পরিবার ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।