অনেকেই হয়তো শুনেছেন যে নারায়নগঞ্জের মদনপুর নামক স্থানে একটি তাজমহল তৈরী করা হয়েছে ৪০০ কোটি টাকা ব্যায়ে। এটি বেশ আলোচিত হয়েছে এবং আমাদের মধ্যে অনেকে এটি দেখতেও গিয়েছিল। আবশ্য যারাই এটি দেখে এসেছে তারা সবাই বলেছে এটি তেমন দেখার কিছু নয়। তাই এটির প্রতি আমাদের তেমন কোন Expectation ছিল না। তবে এটি যে এতটা বাজে হবে তা আমাদের কল্পনার বাইরে ছিল।
আমরা গিয়েছিলাম সোনার গায়ের পানাম সিটিতে। কিছু ফটোগ্রাফি করতে। এবংএকই সাথে কিছুটা ঘুরাও হবে। দুপুরের খাবার সারার পরে আমাদের একজন প্রস্তাব করল তাজমহল দেখার। সোনার গা থেকে বাসের কাউন্টারে যখন ওখানকার টিকেট কাটতে গেলাম কাইন্টারের চাচা মিয়া বললেন ঐ তাজমহল দেখার চাইতে একটা থান ইট হাতে নিয়া দেখেন তাও ভালো হবে।
তখন তার কথার মর্ম বুঝি নি। বুঝলাম তাজমহলে যাবার পরে। খুবই ছোট একটা যায়গা দেয়াল দিয়ে ঘেরা এবং তার মধ্যে ছোট একটা মসজিদের মত। যার আসল তাজ সম্পর্কে সামান্য ধারনাও আছে সে কোনদিন ঐ মুরগীর খোপকে তাজমহল নাম দেবে না। তাছাড়া ঐ বিল্ডিং এর ডিজাইনও তাজের মত নয়।
এটা আসলে একটা শুটিং স্পট বস্তাপচা যে বাঙলা সিনেমাগুলি হয় তার জন্য। এখানে প্রবেশ টিকেট আবার ৫০ টাকা। সারাদিনে বোধহয় কোন ভিজিটর আসে নি। আমরাই প্রথম। আমরা অবশ্য ভিতরে ঢুকি নাই।
তাই এই জঘন্য জিনিস দেখার কারো ইচ্ছ তাকলে তা বাদ দিন।
এই জিনিসের কথা এত ছড়াইলো কি ভাবে? মনে হয় কিছু সাংবাদিক পয়সা খেয়ে কাজটা করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।