পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ২টি শিল্প প্রতিষ্ঠানকে সাড়ে ৪লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে।
আজ পরিবেশ অধিদপ্তর তাদের ঢাকা সদর দপ্তরে এসব প্রতিষ্ঠানের মালিক ও প্রতনিধিদের তলব করে অর্থদন্ড করেন।
পরিবেশ অধিদপ্তর তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং কারখানার হতে সৃষ্ট তরল বর্জ্য পরিশোধন ছাড়াই সরাসরি পার্শ্ববর্তী খালের মাধ্যমে নদীতে নির্গমন করে ডাইং ও ওয়াশিং কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত এসকে ডাইংকে ১লাখ টাকা ও শাহনুর ট্রেডার্সকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান সমূহের মালিক ও প্রতিনিধিকে আগামী ৩ মাসের মধ্যে ইটিপি স্থাপনের নির্দেশ দেয়া হয় এবং এ আদেশ প্রতিপালনে ব্যর্থতায় কারখানা বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।