দেহটা প্রবাসে,আর মন স্বদেশে।যেখানে আমার জন্ম,বেড়ে উঠা সর্বোপরি আমার মাতৃভূমি ওহে বাংলাদেশ,যতদিন বেঁচে থাকি যেন তোমাকে ভালবেসে যেতে পারি।প্রার্থনা করি বিধাতার কাছে তুই যেন তোর সন্তানদের আগলে রাখতে পারিস প্রতিবেশীর ষড়যন্ত্র থেকে।দীর্ঘজীবি হোক বাংলাদেশ
দৈনিক পত্রিকান্তরে দেখতে পেলাম মাননীয় প্রধানমন্ত্রীর কার্যেলয় থেকে বলা হয়েছে যারা আওয়ামীলীগের শিক্ষিত কর্মী অথচ বেকার তারা যেন তাদের বায়োডাটা জমা দেয়।সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা স্নাতক।কিছু কিছু ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি চলবে।এই অর্ডার টা আসার দরকার ছিল আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে তা হলে কোন প্রশ্ন উঠত না।বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যদিও একটি দল থেকে নির্বাচিত কিন্তূ তিনি সারা দেশের ১৫কোটি জনগনের অভিবাবক।এই অর্ডার টা উনার কার্যালয়ের কাজের অন্তভুক্ত কিনা আমার বোধগম্য নয়।যেখানে উনার নির্বাচনী ইশতেহার প্রতি ঘর থেকে ১ জনের চাকুরী দেওয়া সেখানে এই ধরনের অর্ডার সাংঘষিক নয় কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।