শেষ গান তৃতীয় মৃত্যুর আগে...।
গতকাল পোস্টাইছিলাম চাকরির জন্য সিভি লাগে বিয়ার লাইগ্যা বায়োডাটা কেন?কেমনে কি? বিয়ার বায়োডাটা কেমনে লেখে? পরামর্শ চাই..পিলিজ....।
আমার এ আ-কু-ল আহ্বানে সাড়া দিয়া কতিপয় ব্লগার ভাই সাহায্যের হাত (মন্তব্য প্রদানের মাধ্যমে)সম্প্রসারিত করিয়াছেন। তাহাদের এহেন সু-উপদেশমুলক মন্তব্যগুলো পড়িয়া আমি যারপরনাই আনন্দিত ও পুলকিত। মেসবাহ য়াযাদ ভাইয়ের বায়োডাটার স্পেসিমেন অনুসারে আমি একটা খসড়া বায়োডাটা দাঁড় করাইলাম কিন্তুক সাহসে কুলাইতেছে না।
উক্ত বায়োডাটাখানা আমি হবু মাননীয় শ্বশুর মহোদয় বরাবরে পেশ করার আগে আপনাদের সমীপে সংশোধনীর নিমিত্তে পেশ করিলাম (কারণ আমি চাই নির্ভূল ভোটার তালিকার মত একখান নির্ভূল বায়োডাটা যাহা দেখিয়া হবু শ্বশুর ও তদীয় আত্মীয় স্বজনের মনে কোনরূপ সন্দেহ আসে যে ইহাতে ভেজাল রহিয়াছে। ) আসুন আপনারা একখান নির্ভুল বিয়ার বায়োডাটা প্রস্তুতকরনে স্বীয় মতামত প্রদান পূর্বক এই অধমের কুমারত্ব জীবনের আশু এন্ডিং এ সহায়তা করুন। আপনাদের এ আশ্বাস প্রদান করিতেছি যে আপনাদেরকে অবশ্যই বিয়ার দাওয়াত (যদি আদৌ হয়) দেয়া হইবে..
বায়োডাটা
উচ্চতা / ওজন / গায়ের বর্ণ : উচ্চতা আমির খানের সমান,ওজন চিকনা মিয়ার চাইতে একটু বেশী,গায়ের বর্ণ ওবামার চাইতে একটু ফর্সা।
জন্ম সাল / এসএসসি কত সালে : মা বাপ মরনের সময় বলে যাবার চান্স পায় নাই ত্য় বাথরুমের দেয়ালের চিপায় কয়লা দ্বারা লিখিত দেয়াললিপি অনুসারে ইহা প্রতীয়মান হয় যে আমি বালকত্ব অতিক্রম করিয়াছি।
মায়ে তাড়ানো বাপে খেদানো পোলাপাইনের পাল্লায় পইড়া পড়ালেখা আন্ডারমেট্টিক তয় শ্বশুর আব্বা চাহিলে আবার শুরু করিব এবং লন্ডনে বা আমরিকায় পড়ালেখা করার ইচ্ছা জাগিতেছে (অনেকে যাইতেছে তাহাদেরকে দেখিয়া ব্যাপকভাবে উদ্বুদ্ধ হইয়াছি-উচ্চ শিক্ষার্থে কলিকাল বুড়াকাল বইল্যা কোন কথা নাই)
কী করছেন / পেশা (পদবীসহ) : নিজের খাই অন্যের মোষ তাড়াই/ পেশা-মোষক(যে মোষ তাড়ায়) পদবী : প্রথম যুগ্ম মহামোষক
বাবা / মায়ের নাম : উনারা এন্তেকাল করিয়াছেন হের মইধ্যে মুরুব্বীগো টাইন্যা আননের দরকারডা কি?
স্থায়ী ঠিকানা : গোরস্তান গলি।
বর্তমান ঠিকানা : দুই নং টার্মিনাল,রেল স্টেশন।
বাবা কী করেন বা করতেন : এনেছিল সাথে করে মৃত্যুহীন প্রাণ,মরণে তাহাই তিনি করে গেছে দান.উনিও ঘরের খাই্য়া পরের মোষ তাড়াইত,বলিতে গেলে আমিও উনার পদান্ক অনুসরন করিয়া পারিবারিক ঐতিহ্য ধরিয়া রাখিয়াছি।
ভাই বোন কয়জন : বইন একডাই ভাই তিনডা।
কে কী করে : একজন সামু বলগে,একজন আলু বলগে একজন সচু বলগে বলগায়।
বোনরা বিবাহিত হলে জামাই কী করে : জামাই বাংলা ছিঃনেমার স্ক্রিপ রাইটার
মামা / চাচাদের নাম / কী করেন : নাম -সামনে এলেকশন তাই মামাগো নাম কওন যাইবোনা।
কী করেন - আল্লাহর রহমতে চার মামার প্রত্যেকেই রাজনীতি করেন একজন যুবরাজ পাট্টি,একজন স্বাধীনতা পাট্টি,একজন ডরিপাল্লা পাট্টি আর একজন সুশীল পাট্টি। এক মামার শালী আবার বি-বেহায়া পাট্টির কে ,নেত্রী। বুঝতেই পারতাছেন ক্ষমতা আর রাজপথ দুটাতেই আমি আছি এমনকি সুশীল পাট্টিতেও আছি সুতরাং আবজাব পাট্টি ক্ষমতায় আসলেও কুন অসুবিধা নাই..।
(নাম লিখিতে গিয়া কলম ভাংগিয়া ফেলিয়াছি
তাই টিপসহি দিলাম)
নাম : বিয়েপাগলা
স্বাক্ষর
সংযুক্ত : একখান ফটো,দুইখান ব্যাংক স্টেটমেন্ট (মামারা ম্যানেজ করে দিয়াছেন।
কৃতগ্গতা ও সূত্র : ব্লগার মেসবাহ য়াযাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।