আমাদের কথা খুঁজে নিন

   

কে জীবন বায়োডাটা লিখে দিয়ে যায়



এ ক লক্ষ অশ্বের গতিতে ছুটে চলেছে সময়। আমি লিখি ইনফিনিটি অলীক কলমে। প্ররোচনা কৌতূহলোদ্দীপক। যুক্তিসৌধের গোড়ায় তবু কারা ঢেলে দিচ্ছে জল। জ্যামিতিক প্যারাবোলা প্রশ্ন হয়ওঠে।

ইলেকট্রন,প্রোটন,পরমাণু- কী সর্বনাশ পেনসিলের খোঁচায় লেখা কিছু ফর্মুলায়। স্তরান্তরে ফসিলের কোষ থেকে কে জীবন বায়োডাটা লিখে দিয়ে যায়। গণিতাশ্রয়ী সময়ের প্রকৃতিতে কে ছোঁয় শৃঙ্খলার মহা সর্বনাশ। আমি চাই খানিকটা ভাঙুক এই দৃঢ় শৃঙ্খলা। বৃষ্টিতে খোলামেলা ভিজে যাক প্রতপ্ত শরীর।

এলেবেলে ঘুরেফেরে বাড়ি ফিরুক হাটুরে কবিরা। কি ক্ষতি যদি হয় কখনো শাস্ত্রভ্রষ্ট সাধু ও শ্রমণ। একবার উড়ে বসুকনা প্রজাপতি ড্রাকুলার আলখাল্লায়। মস্তিষ্কের কোষে কোষে রহস্যের সাজানো সংসার ভেঙে বেরিয়ে পড়েছেন ওপেন হাইমার। বেরিয়ে পড়েছেন আইনষ্টাইন সবুজাভ হিলহিলে ঘাসের বাগানে।

তাঁর সম্মুখে ক্যানভাস হাতে ধরা তুলি-রঙের বাহার। খুব কুঁজো হয়ে হাঁটছেন হিটলার রদ্যাঁর ধরণে-তাঁর হাতে ছেনি ও হাতুড়ি। পিকাসোর রঙতুলি হাতে নিয়ে ছোটাছুটি করছেন ষ্টালিন ও তাঁরসৈনিকেরা। মাতিসের হাঁস কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন জুনিয়র কেউ। আর এক লক্ষ অশ্বের গতিতে ছুটে চলেছে সময়.....।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.