আমাদের কথা খুঁজে নিন

   

ফিরিয়ে আনুন উবুন্টুর উইন্ডোজ সিলেকশন; এক্সপি সেটাপের পর

স্বাধীনতা তুমি...যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা... www.rupok.net WwW.ArToNaD.CoM
নিজস্ব পার্টিশনে উবুন্টু সেটাপ দেবার পর এক্সপি আবার নতুন করে সেটাপ দিয়েছেন? কিছুতেই আর উবুন্টুতে ঢুকতে পারছেন না? কোন ব্যাপার না... জাস্ট উবুন্টুর লাইভ সিডিটি দিয়ে বুট করুন, তারপর টার্মিনাল খুলে নিচের কোডগুলো একের পর এক দিন: sudo grub > root (hd0,0) > setup (hd0) > exit ব্যাস শেষ। আবার বুট করুন আপনার প্রিয় উবুন্টু দিয়ে বি.দ্র. hd0 এর পরের 0 এর জায়গায় যে ড্রাইভে উবুন্টু সেটাপ দিয়েছিলেন, সেই সংখ্যাটা হবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.