অতীত নিয়ে ভেবোনা। অতীত থেকে শিক্ষা নাও আর ভবিষ্যতের জন্য ভাব, অদূর আর সুদূর ভবিষ্যত...
আমরা সবাই বিভিন্নভাবে কমপিউটার বন্ধ করি।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখন কমপিউটারে হাতে খড়ি হয়, তখন কমপিউটার বন্ধ করা প্রসংগে জানি যে, কমপিউটার কখনো পাওয়ার বাটন চেপে বন্ধ করা যাবেনা।
যখন নাড়াচাড়া করতে করতে কিছু ব্যাপার শিখলাম, তখন বুঝলাম, অনেকভাবে কমপিউটার বন্ধ করা যায়।
আমি আজকাল সাধারনত শাট ডাউনই করি না, বেশিরভাগ সময় হাইবারনেট করি। এতে সুবিধা হচ্ছে, দ্রুত কমপিউটার বন্ধ করা যায় এবং তুলনামূলকভাবে দ্রুত কমপিউটার চালুও হয়। আর, বোনাস (!) হিসেবে আমি পাই, রিজিউমের পর সব রানিং প্রোগ্রাম, যা হাইবারনেশন মোডের প্রধান বৈশিষ্ট্য
কমপিউটারের পাওয়ার বাটন চেপে সরাসরি বন্ধ করা যায়, যদি সেটিংস থেকে do when I press shut down button এ hibernate সিলেক্ট করে দেয়া হয়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।