অনেক সময় আমরা যারা কমপিউটার ব্যবহার করি তারা খেয়াল করিনা যে আমাদের কমপিউটার আগের তুলনায় স্লো হয়ে গেছে। গভীর ভাবে নয়, হালকা ভাবে খেয়াল করুন,তাহলেই বুঝতে পারবেন আপনার কমপিউটার আর আগের পারফরমেন্স এ নেই। এ অবস্থায় আপনি একটি টিপস্ কাজে লাগিয়ে দেখতে পারেন, হয়ত উপকার পাবেন। কাজটি জটিল কিছু নয় শুধু অতিরিক্ত কিছু ফাইল ডিলেট করতে হবে যা আপনার কমপিউটারের উপর চাপ সৃস্টি করে।
প্রথমে start ক্লিক করুন, তারপর ran এ ক্লিক করে টাইপ করুন tree এবং এন্টার চাপুন।
তারপর পূরবের ন্যায় start>ran ক্লিক করে টাইপ করুন prefetch এবং এন্টার চাপুন। এখানে কিছু ফাইল শো করবে। যে ফাইলগুলো শো করছে সে গুলো সব ডিলেট করুন।
এভাবে start>ran ক্লিক করুন,টাইপ করুন temp এবং ফাইলগুলো ডিলেট।
আবার start>ran ক্লিক, টাইপ &#xte;mp% এবং শো করা ফাইলগুলো ডিলেট।
এবার কাজটি একটু ভিন্ন ভাবে করতে হবে, মানে হল ran এর স্থলে search ক্লিক করতে হবে।
সেটা হল এভাবে start>search তারপর টাইপ করুন bak এবং শো করা ফাইলগুলো ডিলেট।
এবং start>search,টাইপ করুন recent, ফাইলগুলো ডিলেট।
এখন আপনার কমপিউটার অনেকটাই ক্লিন হয়ে গেছে। তবে আপনি যদি আরো ক্লিন করতে চান তাহলে আপনি মাই কমপিউটারে গিয়ে হাড়্ডডিস্ক এর উপর ডান ক্লিক করুন এবং properties এর মাঝে গিয়ে desk cleanup ক্লিক করুন।
এবার যে পেজটি শো করবে তার মাঝের ফাইলগুলোকে টিক চিন্হ দিয়ে ok প্রেস করুন। ক্লিন হয়ে গেলে দেখবেন আপনার কমপিউটারের স্পিড অনেক বেড়ে গেছে।
সূএ, মাসিক কমপিউটার জগৎ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।