আমাদের কথা খুঁজে নিন

   

কমপিউটার জগৎ ব্লগের উদ্দেশ্য

লাইভ ওয়েব টিভি এর ব্লগ

কমপিউটার জগৎ মূলত একটি মাসিক ম্যাগাজিন। ১৯৯১ সাল থেকে খুব সাফল্যের সঙ্গে তাদের ম্যাগাজিনটি প্রকাশ করে যাচ্ছে। এখন পর্যন্ত কমপিউটার জগৎ তাদের সবকটি সংখ্যা তাদের পাঠকদের কাছে পৌছিয়েছে। পাঠকদের কাছ থেকে আমরা বেশ সাড়াও পেয়েছি। এর মাঝে পাঠকদের সবচেয়ে বড় অভিযোগটি ছিলো টেকনোলজি নিয়ে তাদের প্রশ্নের উত্তরের জন্য একমাস অপেক্ষা করতে হতো।

তাছাড়া কেউ যদি কোন ভাবে কোন সংখ্যা মিস করেছে তাহলে সেই সংখ্যা পেতেও অনেক বেগ পেতে হতো। যার ফলে কমপিউটার জগৎ পাঠকদের সুবিধা এবং সময়ের দাবির প্রেক্ষিতে তাদের সমস্ত তথ্য অনলাইনে নেওয়ার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় কমপিউটার জগৎ আঠার বছরের সমস্ত সংখ্যাক লিখা ইতিমধ্যে http://www.comjagat.com এ আর্কাইভ করেছে। আবার পাঠকদের বিভিন্ন রকম চাহিদাকে লক্ষ্যে করে আমরা ব্লগ বানানোর চিন্তা করি। যেহেতু সামহোয়্যারইনব্লগ ব্লগিং জগৎ এ একটা অবস্থান সৃষ্টি করে আছে এবং তাদের বিশাল সংখ্যক ব্লগারদের সুবিধা চিন্তা করে আমরা সামহোয়্যারইনের সাথে চুক্তি করি।

সেই চুক্তির আওতায় সামহোয়্যারইনের ইউজাররা খুব সহজেই blog.comjagat.com এ মেম্বার হতে পারবে। এই সুবিধাটা মূলত আমরা রেখেছিলাম সামহোয়্যারইনের ব্লগারদের সুবিধার কথা চিন্তা করে। তাছাড়া যে কেউ খুব সহজেই blog.comjagat.com এ রেজিষ্টেশান করতে পারবে। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে কিছুদিন আগে নতুন একটি ব্লগ সাইটের আত্নপ্রকাশের পর দেখা গেছে সামহোয়্যারইনের অনেক জনপ্রিয় ব্লগারদের নিক রেজিষ্ট্রেশান হয়ে গিয়েছিলো। কিন্তু পরবর্তিতে জানা গেছে ঐসব নিকের আসল মালিক যারা তারা ঐ রেজিষ্ট্রেশানটি করেনি।

আসল নিকের মালিক বলতে আমরা এখানে সামহোয়্যাইনের বা অন্য সাইটের ইউনিক নিকগুলোর কথা বলছি যারা বিভিন্ন সাইটে ঐ নিকগুলো দিয়ে পরিচিত। আমাদের ডাটাবেইজ শেয়ারের পিছনেও এই যুক্তিটাও ছিলো। blog.comjagat.com এর আসল উদ্দেশ্য হলো ব্লগারদের টেকনোলজি সম্পর্কে ব্যাপক পরিসরি ধারণা দেওয়া এবং সেই সাথে তাদের মতামতকে এবং জ্ঞানকে সবার সামনে তুলে ধরা। ছোট একটি উদাহরণ দিয়ে বলতে পারি- কলসেন্টার, টেলিকমজব ইত্যাদির প্রতি আমাদের সবারই কমবেশী আগ্রহ আছে। আমরা চিন্তা করেছি যে ব্লগাররা সম্মিলিত ভাবে যদি পারটিকুলার কোন একটি বিষয়ের উপর জানতে চায় তাহলে আমরা ঐ বিষয়ের বিশেষজ্ঞদের কে সামনাসামনি উপস্থাপন করবো যাতে ব্লগাররা তাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যায়।

কমপিউটার জগৎ ম্যাগাজিন অনেক ট্যাকনিকেল রাইটার আছে যাদেরকে আমরা blog.comjagat.com এ লিখতে অনুরোধ করবো যাতে করে ব্লগাররা এখান থেকেও তাদের সর্বোচ্চটুকু আদায় করে নিতে পারে। blog.comjagat.com এ মডারেশন এবং এ্যাডমিনরা কমপিউটার জগৎ এর একদম নিজস্বলোক। সুতরাং কোনভাবেই কারো ব্যাক্তিগত তথ্য যেমন ইমেইল, ফোন, পাসওয়ার্ড, আইপি চুরি বা প্রকাশ হয়ে যাওয়ার সুযোগ নেই। পরিসংহারে আবারও আরেকটি কথা না বললেই না হয়। কমপিউটার জগৎ বাংলাদেশের মানুষের কম্পিউটার এর সম্পর্কে ভালোভাবে জানার আগ থেকেই বিভিন্ন ভাবে জানাতে চেষ্টা করেছে।

সুতরাং কোনভাবেই কমপিউটার জগৎ তাদের পাঠককুলকে নষ্ট করবেনা এবং কমপিউটার জগৎ ব্যান্ডের সুনাম ক্ষুন্ন করবেনা। শুভ ব্লগিং। এই পোস্ট টি আমাদের মূল সাইটেও প্রকাশ করা হয়েছেঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.