লাইভ ওয়েব টিভি এর ব্লগ
আজকে হঠাৎ করে কমপিউটার জগৎ এর সাইট http://www.comjagat.com এবং http://www.blog.comjagat.com হ্যাকড্ হয়ে গেছে বলে বিভ্রান্তি ছড়িয়ে পরে। আমরা ব্লগারদের আশ্বস্ত করে বলছি যে এরকম কিছু ঘটেনি। আসলে কমপিউটার জগৎ এর সার্ভারে আনএক্সপেক্টলি একটি হালকা স্পাইওয়ার আ্যাটার্ক করে। গুগল ইনডেক্স করার সময় যা গুগলের দৃষ্টিগোচর হয় এবং সাইট টিতে একটি এ্যালার্ট মেসেজ এ্যাড করে। ফলে যাদের কম্পিউটারে এ্যান্টিভাইরাস এনএবল করা আছে তাদের পিসিতে ম্যাসেজটি দেখায়। আমাদের চোখে পড়ার সাথে সাথেই আমরা এটি আমাদের ডেভেলপারদের নজরে আনি।তারা এটার উপর কাজ করে সাথে সাথেই সার্ভার থেকে সেটা রিমোভ করে জানায় যে স্পাইওয়ারটি গুরুতর কিছু নয় এবং নেক্সট গুগল ইনডিক্সেংয়ের সময় এ্যালার্ট টি উঠে যাবে।
সুতরাং আপনারাও সাইটিদুটি ব্রাউজ করতে পারেন
এখানে উল্লেখ্য http://www.comjagat.com এবং http://www.blog.comjagat.com এর বেটা রিলিজের পর ফাইনাল রিলিজের কাজ খুব দ্রুত এগিয়ে চলছে। ইনশাআল্লাহ ফাইনাল রিলিজের পর সাইটগুলোতে আর কোন সমস্যা থাকবেনা বলে আশা করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।