আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার 'স্বপ্নজয়'কে যেটা না দিলেই নয়...



কম্পিউটার সম্পর্কে আমার ধারণার লেভেল এতোই কম যে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার কম্পিউটারের হার্ডডিস্ক কতো? আমি চুপ করে এড়িয়ে যাবার চেষ্টা করি। খুব নাছোড়বান্দা পাবলকি হলে তার দিকে তাকিয়ে বিড়বিড় করি। ভাবটা এমন দেখাই, কতো যেন? ভুলে গেছি। আসলে আমি এটা জানি-ই না। কারন, এটা কতো হয়. তা জিজ্ঞাসা করি নাই।

আমার এক ভাইকে দিয়ে অনেক বছর আগে কম্পিউটার কেনালেও এ বিষয় নিয়ে আমার বেশি মাথাব্যাথা ছিলনা। প্রথম দিকে বছরের পর বছর কাটিয়ে দিয়েছি শুধু গান শুনে আর ছবি দেখে। মাঝে মাঝে গেমস খেলেছি। তারপর চাকরী জন্য কিছু টেকনিক্যাল বিষয় শিখেছি। আর এই নেটে থেকে থেকে কিছু।

তবে তা সামান্যর কাছেও সামান্য হবেনা। যেটা সাঁতার দিয়ে তীরে আসার মতো সাঁতার না, শুধু সাতরে ভেসে থাকার মতো। নেটে যখন কেউ 'টেকি' সাহায্য চায় আমি মনোযোগ দিয়ে সেটা পড়ি। তারপর মাথা নেড়ে ভাবি, খুবই জটিল সমস্যা। এর সমাধান কী কারো পক্ষে দেয়া সম্ভব? কারন, এটা আমার ধারণাও আসে না।

যে কারণে এ বিষয়গুলো আমি সযতনে এড়িয়ে চলি। কদিন আগে একবার এরকম বিপদে পড়েছিলাম। 'স্বপ্নজয়' নামে এক ব্লগারের সাথে আমার কথা হয় একদিন। সেখানে তিনি, মা নিয়ে একটি 'ই-বুক' করার পরিকল্পনার কথা জানান। আমি 'ভালো আইডিয়া' বলে তাকে এগিয়ে যাওয়ার কথা বলি।

কিন্তু তার পরদিনই দেখি তিনি তার এই কাজের সাথে আমার নামও জুড়ে একটা পোষ্ট দিয়েছেন। আমার মাথায় হাত। আমি নেটে আসা কমিয়ে দিলাম। লগ ইন না করে ব্লগে ঘোরাঘুরি করতে লাগলাম, তিনি যদি বলে বসেন এটা একটু করে দেন তো। আমার তো তখন পালনোর জায়গা থাকবেনা।

কারন, ব্লগের সবাই কম বেশি 'ট্যাকনিক্যালী ভালো জ্ঞান' রাখেন। যাই হোক, দেখলাম স্বপ্নজয় নিজেই সে কাজ করছেন। আমি তার পোষ্টে কমেন্টের মাধ্যমে মাঝে মাঝে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়ে আসি। আজ তার, সামহোয়ারের মা বিষয়ক লেখা নিয়ে 'ই-বুক'টি পেলাম। সব ঘুরে ঘুরে দেখে আমি মুগ্ধতা ছাড়া আর কিছুই পেলাম না।

আজন্ম 'প্রিন্টমিডিয়া' কাজ করা আমি ই-বুক দেখে অসম্ভব মুগ্ধ। যে মুগ্ধতা স্বপ্নজয়কে না জানালে নয়। আমি তার যে কোনো পোষ্টে ঢুকে কমেন্ট করে আসতে পারতাম, কিন্তু তার এই বড় ক্যানভাসের কাজের ধন্যবাদও বড় ক্যানভাসেই প্রাপ্য। কারন, তাকে না জানলেই নয়, আপনি আসলে কতো বড় একটা কাজ একাই করেছেন। কিভাবে মায়ের আঁচলতলে বেধেছেন, এক ঝাক ব্লগার ছেলেমেয়েকে।

আপনাকে অভিবাদন। আপনার ব্লগীং জীবন স্বপ্নময় হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.