আমাদের কথা খুঁজে নিন

   

আয়লা ফোরকাস্টিং ও দূর্যোগ প্রস্তুতি প্রচারণায় মিডিয়া সুপার ফ্লপ

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আয়লা যেদিন হইলো তার দুইদিন আগে থেকে সারা বাংলাদেশের মানুষ জাইন্না গেলো ঝড়ের নাম - আয়লা; আবহাওয়া দপ্তর থেকে ফোরকাস্টিং হইলো - কিন্তু মিডিয়ার কোন খবর নাই। ইভেন যখন আয়লা দক্ষিণাঞ্চল ভাসায় নিয়া যাইতেছিল সেই সময়ে সব চ্যানেলগুলা তাদের নিয়মিত অনুষ্ঠান প্রচারে মত্ত ছিলো। ব্রেকিং ভিডিও নিউজ তো দূরের কথা, ফ্লিপ নিউজেও আয়লার কোন খবর নাই। অথচ মিডিয়াগুলান এইসব বিষয়ে বরাবরই উৎসাহী ছিল, সেইরকম দেখতাম আরকি, কিন্তু এইবার তারা এমন কেলাস কেমতে হইলো বুঝে পাইলাম না। মোবাইল কোম্পানীগুলার স্টর্ম-এলার্ট নামে কিছু বুলেটিন দেখতাম আগে এবার সেইটাও গায়েব। সরকার কি মিডিয়াগুলারে থ্রেড দিয়া রাখছিলো কিনা তাও বুঝতে পারতেছিনা, তবে আয়লা কভারেজে মিডিয়া যে টোটাল ফ্লপ তা নিশ্চিত কইরা বলা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।