আমি ভালবাসি গান আর খেলা
আমি চেয়েছি লুটাতে তোমার পদতলে আমার সকল সত্ত্বা
তুমি চাইলেই ফুটত ভালবাসার এক পবত্রি রক্তিম গোলাপ
সমস্ত দিনের কান্তি আমার দূর হতে পারত তব র্দশনে
তুমি চাইলে আমিও হতে পারতাম পৃথিবীর সুখী মানুষরে একজন
জানতেও পারনি নিজের অজান্তে কখন আমার স্বপ্নটাকে করছে হত্যা ।
তুমি জানোনা কি কষ্ট বুকে চাপা পরে আছে
কখনও তোমার সামনে দাঁড়াইনি, ভুল বুঝ পাছে।
ভাগাভাগি করেছি মহাকালরে সাথে আমার যত লুকানো ক্রন্দন
আড়ালে দাঁড়িয়ে তোমাতে খুঁজে ফিরেছি বেঁচে থাকার একটু অবলম্বন।
অবশেষে নিরুপায় হয়ে বিধাতাতে তুলেছি দু-হাত
তুমি যেন সুখী হও, গ্রহন কর জীবনরে র্পূণ স্বাদ
যেন না ছুতে পারে তোমায় জীবনরে কোন ক্লান্তি,অজানা কোন বিষাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।