wanna know and show everything I can......
গোলাপ ফুলের বিভিন্ন রং বিভিন্ন অর্থ বহন করে থাকে। তাই গোলাপ ফুল কেনার আগে এর বিভিন্ন রংয়ের অর্থ বুঝে কেনা উচিত। হয়তো সবাই গোলাপের রংয়ের অর্থ সম্পর্কে অবগত আছেন। তারপরেও আমি আমার জানা অর্থগুলো আপনাদের সাথে বিনিময় করছি। যদি আমার জানা অর্থটি ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে মন্তব্যের অংশে অবগত করলে আমি খুব খুশি বোধ করবো।
লাল গোলাপের অর্থ
লাল গোলাপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় উপহার গুলোর মাঝে একটি। এটি মূলত রোমান্টিক ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। গাঢ় লাল গোলাপ ভালোবাসার প্রতীক। আবার উজ্জ্বল লাল ভাবাবেগের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিকে মৌলিক লাল রংয়ের গোলাপ আকাংখার প্রতীক।
সাধারনত যেসব লাল গোলাপ পূর্ণরুপে ফুটেছে সেগুলো দ্বারা বুঝানো হয় "আমি এখনো তোমায় ভালোবাসি" অর্থে। আবার লাল গোলাপ (কুঁড়ি) ফুলের তোড়া ১ম ভালোবাসা বা নতুন ভালোবাসাকে বুঝায়। যখন লাল ও সাদা গোলাপ একসংগে ফুলের তোড়ায় সাজানো হয় তখন ভালোবাসার অনুভূতিকে বুঝায়।
পরবর্তী অংশে হলুদ,সাদা, পিংক, কমলা, পীচ, পার্পল ও কালো রংয়ের গোলাপ নিয়ে পর্যায়ক্রমে লিখবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।