পরির্বতনের সময় এখন....
ছুটে চলা মেঘরাশি
তার মাঝে আমি ভাসি,
বয়ে যাওয়া দমকা হাওয়া
তার মাঝে এগিয়ে যাওয়া।
আমি ছুটছি
ছুটে চলা গন্তব্যহীন,
আমি ছুটছি
চারপাশ আমার জনমানবহীন।
বইছে বৃষ্টি অঝোর ধারে
বৃষ্টিকে ছুয়ে, আমার ছোয়া
পাঠিয়ে দিলাম তোমার তরে।
বৃষ্টির পরতে পরতে আমার স্পর্শ রইবে লুকিয়ে
ছুয়ে দেখো, ছুয়ে দেখো বৃষ্টিকে
ইচ্ছে হয় যদি
আমার স্পর্শ পেতে।
তারিখ ১৮.০৫.০৯
সময : দুপুর৩.১০
( অঝোর ধারে বৃষ্টি হচ্ছে ...দুটি কবুতর টিনের চালে বৃষ্টিতে অবিরত ভিজে যাচ্ছে....মোবাইলের ক্যামরা দিয়ে চেষ্ট করলাম ছবি তুলতে ...হলো না। দমকা হাওয়া আর তমুল বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছিলো....কিন্তু বিধিবাম অফিসে যে....তাই একটা কবিতা লিখে ফেললাম ।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।