অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।
বৃষ্টিতে সদ্য ভেজা মাটির গন্ধে ভরে আছে সবকিছু। গত কয়েকদিন টানা অশ্রু ঝড়েছে আকাশের, তবুও যেন ধুসর মেঘগুলো শেষ হচ্ছে না। আজ সকালে অবশ্য মেঘের ফাকে সুয্যিমামা একটু দেখা দিয়েছে। নরম রোদটুকু গ্রিল গলিয়ে সোজা পড়লো ঘুমন্ত মেয়েটির মুখে।
স্বর্গীয় হাসির রেখাটা আরেকটু বিস্তৃত হলো।
"এই মৃ, আর কতক্ষন ঘুমাবি, ওঠ না...। " মা এসে হাত বুলিয়ে গেলো মাথায়।
"আপু শোন, এবার তোর দেরী হলে কিন্তু আমার দোষ হবে না, আমার ডাকা আমি ডেকে গেলাম। " ছোট বোনের ঝাঝালো কন্ঠ।
বাবাও একবার উঁকি দিয়ে অস্পষ্ট কিছু একটা বলে গেলো।
দির্ঘশ্বাস ফেললো সে। অনিচ্ছা সত্যেও উঠে বসতে হলো। আজকে তার জন্য বিশেষ একটা দিন। পৃথিবীটা দেখার স্বপ্ন এবার বুঝি সত্যি হবে।
প্রানহীন চোখ দুটো ছুয়ে নিলো আরেকবার।
(চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।