আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু বিষয় নয়--২৭

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

(১) ছেলে : মা, একটা টাকা দাও তো, বেচারা বুড়োটা সেই কখন থেকে চেঁচাচ্ছে। মা: আহা তাই বুঝি, কি বলছে ও? ছেলে: বলছে বেলুন একটাকা করে।

(২) সুজন: অনেক তো ঘোরা হলো, চল এবার বাড়ি যাই। সখী: তোমার পকেটে এখনও কত টাকা আছে? সুজন: এই শ দুয়েক মতো। সখী: তাহলে ঘন্টা দুয়েক পরে ফিরলেই চলবে। (৩) সুজন--একমাস ধরে আমার স্ত্রী রোগা হওয়ার জন্যে ঘোড়ায় চড়ছে। হাসান--কোন লাভ হলো? সুজন--হ্যাঁ, ঘোড়াটা খুব রোগা হয়ে গেছে।

(৪) দেবদাস--বুঝলে সুজন, বিয়েটা হলো একটা লটারী। সুজন-মানতে পারলাম না। দেবদাস -- কেন? সুজন--কারণ লটারীর টিকিট পরে আবার কিনেও ভাগ্য পরীক্ষা করা যায়। (৫) সুজন--এই বইয়ের শেষটা এতো দুঃখজনক যে মনটা আমার হু-হু করছে। আরেফিন--কি বই এটা? সুজন--আমার ব্যাঙ্কের পাশবই।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।