আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু আগের মতই আছে

© এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের। তাই লেখকের অনুমতি ব্যতীত অন্য কোন প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়াতে ব্যবহার না করার অনুরোধ রইল...
তুমি চলে যাবার পর আমার মরে যাবার কথা ছিল নিদেনপক্ষে অপ্রকৃতিস্থ হবার কথা ছিল প্রকৃতির কোন এক অদ্ভুত খেয়ালে তার কিছুই হয়নি আমি দিব্যি বেঁচে আছি, ঘুরছি-ফিরছি আগের মতই! কথা ছিল, তুমিহীনা চারপাশটা অক্সিজেনহীন হয়ে যাবে শকুন খুবলে খাবে পূর্ণিমার চাঁদ! কিন্তু কেন জানি কিছুই হয়নি কোথাও পৃথিবীটা দিব্যি ঘূরে বেড়াচ্ছে সূর্যের চারপাশে! এখনও বৃষ্টি হয় এ ইট-পাথরের শহরে শেয়ার বাজারের সূচক উঠে-নামে দরবেশের ইশারায় ওস্তাদ, সামনে ডেঙ্গু বাঁয়ে পেলাস্টিক বলতে বলতে কচ্ছপের মত এগিয়ে মানুষবোঝাই বাসগুলো এখনও মাছে ফরমালিন মেশানো হয় পরিমাণমত টিভিতে প্রচারিত হয় হরলিক্সের বাহারি বিজ্ঞাপন মোড়ের মুদি দোকানিটা ওজনে কম দেয় আগের মতই মসজিদের সামনে বসে থাকে সেই অন্ধ ছেলেটা অথচ সব এলোমেলো হয়ে যাবার কথা ছিল অধরা কেন যেন কিছুই হয়নি কারও কিছুই হয়নি কোথাও শুধু অনুভূতিহীন একটি ছেলে হেঁটে বেড়ায় শহরজুড়ে কোন খেয়ালে, কে জানে!! পুনশ্চ: কবিতাটি সদ্য প্রসূত। এমএস ওয়ার্ডে টাইপ করার পর সামুতে নিউ পোস্ট লেখার ট্যাব খুলে জাস্ট পেস্ট করলাম, এমন সময় ল্যাপটপটা বন্ধ হয়ে গেল। খেয়াল করে দেখি চার্জিং ক্যাবল আনপ্লাগড! মাথায় তো পুরাই আকাশ ভাইঙ্গা পড়া অবস্থা। চার্জে দিয়া পিসি অন করলাম, ওয়ার্ড ফাইল হাওয়া!! ক্রোম ব্রাউজারে লেজারুস এ্যাড-অনস টা ইন্সটল করা ছিল। দুরু দুরু বুকে ব্রাউজার ওপেন করে যখন লেজারুস দিয়ে ফর্ম রিকভার ট্রাই করলাম, পুরো কবিতটা পেয়ে গেলাম এক ক্লিকেই। আমি লেখক হিসেবে খুবই নিম্মমানের, তবু এই কবিতাটি সেইসব সফটও্যয়ার ডেভেলপার ভাইদের প্রতি উৎসর্গ করলাম, যারা দিন-রাত নিরলস পরিশ্রম করে আমাদের এত সুন্দর একটা এ্যাড-অন্স উপহার দিয়েছেন বিনামূল্যে, যার বিনিময়ে হারানো কবিতাটা পুনরুদ্ধার করা সম্ভব হলো।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।