এগোতে পারছিনা আর
হাত ফসকে বেরিয়ে যাচ্ছে এমআরআই স্ক্যান
বেরিয়ে যাচ্ছে নিষিক্ত ভ্রূণ,প্রক্ষিপ্ত প্রজনন।
নিষিদ্ধ নিষাদ যেন নুলো হয়ে শুয়ে আছে বিরান চাতালে
বোধে ও বিস্ময়ে নিষণ্ন চাটু,অ-হল্য মৃত্তিকা সম।
স্তব্ধ,নিঃস্ব পড়ে আছি-
পড়ে আছি যোগাযোগহীন গ্রহের ওপারে।
নিউরন নিউরন খেলি কোষগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়
নিরালম্ব শ্বসনের বিপরীতে শুশ্রূষাই খুঁজি
পুঁজ ও পুঁজির ভারে ভারানত মনোবিকলনগুলো
তড়পায় নেতির ন্যাকারে।
বাঁধাগুলো স্পষ্ট হয়ে আসে
অদৃশ্য অণুর মতো,অ্যামিবা কি বীজাণুর মতো
প্রচ্ছন্ন অস্থিত্ব ক্রমশই অবয়ব পায়।
এগোতে পারছিনা আর-সবকিছু থিতু হয়ে আসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।