একলা মানুষ একলা ওরে
একলা থাকা যায় না ঘরে
একলা জীবন কাটে আমার
একলা স্বপন মাঝে।
একলা তুমি একলা আমি
একলা দু'জন একলা চলি
একলা জীবন কাটবে তোমার
একলা ভূবন মাঝে।
একলা দেখা একলা শোনা
একলা তোমার চারিবেলা
একলা হওয়ার দুঃখ আমার
আছে হৃদয় জুড়ে।
একলা হাসি একলা কাঁদি
একলা আকাশ তাকিয়ে দেখি
একলা হইলেও বসত করি
অন্তর আত্মার সাথে।
একলা এলাম একলা যাবো
সঙ্গে কিছুই নাহি নেবো
সময় গেলো একলা আমার
পরপারের ডাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।