আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে নদ-নদীর দূষণ বৃদ্ধি : হুমকির মুখে লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্য ও জীবিকা



এক সময় বুড়িগঙ্গা নদী ছিল ঢাকার প্রাণ-প্রবাহ। সেই বুড়িগঙ্গা এখন ঢাকার লক্ষ লক্ষ মানুষের জন্য বড় হুমকি। কারণ, এটি এখন বাংলাদেশের সবচেয়ে দূষিত নদীগুলোর মধ্যে অন্যতম। শিল্প ও মানব-বর্জ্য ফেলার অবাধ ক্ষেত্র। বাংলাদেশের শীর্ষস্থানীয় পরিবেশ বিশেষজ্ঞ জনাব ডক্টর আইনুন নিশাত এ প্রসঙ্গে বলেছেন, বুড়িগঙ্গা নদীর একটা বড় অংশই বিলীন হয়ে গেছে অবৈধ জমি-খাদক বা জমিগ্রাসীদের চিরঅতৃপ্ত ক্ষুধার গর্ভে এবং এ নদী কল-কারখানার অপরিশোধিত ও দূষিত তরল বর্জ্য রাখার ক্ষেত্রে পরিণত হয়েছে। তিনি বলেন, " বুড়িগঙ্গার পানি এখন এতটাই দূষিত যে সব মাছ মরে গেছে, ক্রমবর্ধমান নোংরা পদার্থ ও মানব-বর্জ্য এই পানিকে ঘন কালো জেল বা আঠালো কালো পানিতে পরিণত করেছে। এমনকি এই পানি এখন এত দূর্গন্ধময় হয়ে গেছে যে সেখানে নৌকা-ভ্রমণও খুব কঠিন হয়ে পড়েছে।" নদী মাতৃক বাংলাদেশের নদ-নদীর হাল অবস্থা সম্পর্কে একটি তথ্যবহুল প্রতিবেদন দেয়া হল এই লিঙ্কে ।( এখানে ক্লিক করুন )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.