'-' আমি শুধু একটি কথাই শুনতে চাই; জনকের স্নেহভরা শাসন নয়, জননীর মমতামাখা ডাক নয়, সদ্য কলেজ পেরোনো তরুনীর- বাকা ঠোঁটে উচ্ছাসিত ভালবাসার কথা নয়, জমাট আড্ডায় বন্ধুর গীটার নয়, টিনের চালে অজশ্র বৃষ্টিকণার রাগিনী নয়, ক্ষুধার্ত আত্মার পাশবিক আর্তচিৎকার নয়। আমি শুধু একটি কথাই বলতে চাই; মোটা চশমা পড়ে গালভরা বাক্য নয়, ধর্মের কথা নয়, অধর্মের কথা নয়, প্রেমের কথা নয়, আশার কথা নয়, আলোয় ভেসে যাওয়া সমুদ্রস্নানের কথা নয়, অথবা পাশের জানালায়- একা দাঁড়ানো মেয়েটির কথাও নয়। আমি শুধু একটি দৃশ্য দেখার অপেক্ষায়; জলভ্রমনে স্বপ্নীল আকাশ নয়, ইন্দ্রজালে রমনীর আগমন নয়, নীলাভ চাঁদ নয়, বেলাভুমির সান্ধ্য সূর্য নয়, বিমূর্ত রজনীতে তোমাকেও নয়! আমি শুনতে চাই প্রজন্ম চত্ত্বরের ঘর্মাক্ত শ্লোগান। আমি বলতে চাই আজন্ম বেঁধে রাখা গলাটা ছেড়ে “তুই রাজাকার! তুই রাজাকার!” আমি ডাস্টবিনের পাশে দেখতে চাই কুকুরের দাঁতে লেগে থাকা- নিথর নরপিচাশের কালো রক্ত!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।