ভাষা শহীদ আব্দুল জব্বার। বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে ছিলেন। অপর দিকে মোস্তফা জব্বার সেই বাংলা ভাষার ডিজিটাল সংস্করণ কুক্ষিগত করে রাখছে নিজের হাতে।
১৯৫২’র ২১ ফেব্র“য়ারি। বাংলায় বললে ১৩৫৭’র ৮ ফাল্গুন (বাংলা সালটা নিয়ে কিছুটা সন্দেহ আছে, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)।
দিনটার কথা আর বিশেষ ভাবে বলার কিছু নেই। ৫২তে দেশের বড় দুটো রাজনৈতিক দল একই সাথে বর্তমান ছিলো না বলে অন্তত এই ঐতিহাসিক ঘটনা আমরা অবিকৃতভাবেই জানি। এ দিনের প্রেক্ষাপট টেনে আনার মূল কারন জব্বার। পুরো নাম আব্দুল জব্বার। পেশায় তিনি ছিলেন নাবিক।
ময়মনসিংহের ছেলে ভিনদেশীদের হাতে নিজের ভাষার কণ্ঠরোধ দেখে দেশের আপামর জনতার মত তিনিও জ্বলে উঠেছিলেন। ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই, বাচাঁর মত বাচঁতে চাই’- শ্লোগান নিয়ে রাজ পথে নেমে পড়ে ছিলেন। সেই রাজপথ থেকে আর নিজের ঘরে ফিরতে পারেন নি। মিছিলরত অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন। শহীদ আব্দুল জব্বার হয়তো ভাষার জন্য রাজপথে নেমে নিজের বাড়ী ফিরত পারেন নি, কিন্তু জীবন দিয়ে স্থান দখল করে নিয়েছেন হাজার মায়ের বুকে, প্রতিটি বাংলা ভাষাভাসির মুখে।
প্রিয় পাঠক, এবার আপনাদেরকে আর এক জন জব্বারের কথা শোনাবো। ব্যক্তিটি নাম মোস্তফা জব্বার। বাংলা ভাষার জন্য তারও অনেক অবদান। বাংলা সাহিত্যে পড়া-শুনা এবং কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করার কারনের সম্ভবত তার উর্বর মস্তিষ্কে বাংলা লেখার সফটওয়্যার আবিস্কারের চিন্তা আসে। সাথে সাথে নেমে পড়েন মাঠে।
ফলাফল হল অন্যের আবিস্কারকে নিজের নামে চালিয়ে দেয়া। স্বভাবিকভাবেই কাউকে যদি বলা হয়, আজ থেকে প্রায় ৩০ বছর পূর্বে একজন বাংলা সাহিত্যের ছাত্র বাংলা লেখার সফটওয়্যার আবিস্কার করেছিল, তবে বিষয়টা একটু বেখাপ্পা লাগে।
এবার শুনুন আমাদের জব্বার সাহেবের সা¤প্রতিক ঘটনা। বছর খানের আগে তার হঠাৎ মনে হল, আরে আমার আবিস্কার (মানে চুরি আর কি!?!) করা সফটওয়্যার দিয়ে মানুয় বাংলা লিখবে আর আমাদে টাকা দিবে না? সাথে সাথে মহারাজ আইন জারি করলেন। বাংলা লে-আউট সম্বলিত কি বোর্ড আমদানী করলেই সুসম্পর্ক বিশেষে জব্বার সাহেবকে টাকা দিতে হবে।
সুসম্পর্ক বিশেষে বললাম কারন, কি বোর্ড প্রতি টাকা ধার্য করার কোন নির্দিষ্ট নীতিমালা নেই। কারো কাছ থেকে ২০, কারো কাছে ১৮ আবার ক্ষেত্র বিশেষে ২২-২৫ টাকাও নেয়া হয়। তবে একট আইন ঠিকই আছে, ১০ হাজারের ওপরে কিবোর্ড আমদানি করলে কি বোর্ড প্রতি দিতে হবে মাত্র ১০ টাকা! ১০ টাকা!! ১০ টাকা!!!
এক জব্বার বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য জীবন দিল। অথচ আরেক জব্বার সেই বাংলা ভাষার ডিজিটাল সংস্করণ কুক্ষিগত করে রাখছে নিজের হাতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।