আমাদের কথা খুঁজে নিন

   

রোজনামচা

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।

প্রত্যেকদিন ঘুম থেকে উঠার সময় চিন্তা করি ছুটি নিয়ে নেবো। অফিসে আসার পর কাজের চাপ আর নানাবিধ চিন্তায় ছুটি পিছানো হচ্ছে। ম্যানেজারের রিকোয়েষ্ট কানে না নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। ছুটি নিলেও সময় কাটতে চায় না।

আমার দেশে দৌড়ানোর ঝামেলা কম। তাই নো টেনশন। দুই বছরের ডেভোলপমেন্ট (বেবী) অবশেষে রিলিজ হচ্ছে। (এখানে সবারই মোটামুটি একটা বেবী (ডিভাইস) আছে। আমার ডিভাইস ছিলো কন্ট্রোল ডিভাইস (C434 ) (যারা সাবস্টেশন অটোমেশনে কাজ করেন উনারা বুঝবেন।

বাকীদের না বুঝলেও চলবে)। ডিভাইসটা একটু গোপনীয়। আমাদের জার্মান সেকশনে কন্ট্রোল ডিভাইস ডেভোলপ করার পারমিশন নেই। কন্ট্রোল ডিভাইগুলো খুবই রিলায়েবল হতে হয় (সাবস্টেশন অটোমেশনের হৃদপিন্ড বলা যায়)। অনেক অনেক সিকিউর এ্যালগোরিদম প্লাস হার্ডওয়্যারও দামী।

এজন্য এন্ড ডিভাইসের দামও বেশী। ফ্রান্স নিজেরা এগুলো ডেভোলপ করে। আমাদের কাস্টমার প্লাস ইন্জিনিয়ারের ডিমান্ড খুব একটা কেয়ার করে না। তাই ম্যানেজার, ইন্জিনিয়ার, মার্কেটিং লোকজন বসে নতুন আইডিয়া নিয়ে নিজেদের মতো কন্ট্রোল ডিভাইস বানানোর পরিকল্পনা নিয়েছিলো। যেহেতু হিডেন তাই ডেভোলপমেন্টে সময় বেশী লেগেছে।

আমি এই ডিভাইসকে ড্রিম ডিভাইস বলি। এতো এতো ফাংশন অন্য কোন কন্ট্রোল ডিভাইসেই নেই (২৪ সুইচ+সার্কিট ব্রেকার কন্ট্রোল, মনিটর, ৮৮ কমান্ড, ২২৪ সিগনাল, ১২৮ লজিক, ২ টা CT/VT Board ..ইত্যাদি)। এতো এতো ফাংশন যে ম্যামোরী মেনেজমেন্টে মোটামুটি জান কয়লা (প্রসেসর ইন্টেল৩৮৬)। এরমধ্যে IEC 61850 প্রটোকল ডেভোলপমেন্ট। লোকজনের এতো এতো ডিমান্ড দেখে একবার মনে হয়েছিলো চাকরী ছেড়ে দৌড় দেই।

একবার মিটিংয়ে বলেছি তোমাদের এতো ডিমান্ড থাকলে একটা Core-Duo প্রসেসর নিয়ে নিলেই তো হয়। ম্যানেজার বুঝতে পেরে একটু সান্তনার বানী শুনালেন। এই বছরেই নাকি নতুন প্রসেসর আসতেছে। সাথে উনি আরও একটি সুসংবাদ জানালেন প্রসেসর ডিজাইনের কাজ আমাকেই করতে হবে। শুনে কিছুক্ষন চুপ করে বসে ছিলাম।

আর ভাবতেছিলাম- যায় দিন ভালো, আসে দিন খারাপ । কোন দু:খে যে বলতে গিয়েছিলাম। Assembly language ভালো লাগে না চুরাই পথে বানানো হয়েছে তাই কোন অফিসিয়েল রিলিজ হয়নি। না হলে আজ কিছু খাবার, শেম্পেনের বোতল খোলা হতো রিলিজের পর এখন একটা সুনামীর অপেক্ষায়। কতো যে প্রবলেম আসে আল্লাহ জানে।

কোম্পানীতে অনেকরকমের টেষ্ট হয়েছে কিন্তু আসল টেষ্ট হবে সাইটে। অবশ্য পুরনো ডিভাইস রিলিজ হওয়ার আগেই নতুন একটা বেবী আমার আন্ডারে। এইবার ফিডার প্রটেকশন। লে হালুয়া । এখন মনে হচ্ছে কন্ট্রোল ডিভাইসই ভালো ছিলো।

রিলিজের তারিখ সেপ্টেম্বর। কিন্তু অলরেডি ৯৫% ডেভোলপমেন্ট শেষ। গত পরশু বোর্ড মিটিংয়ে সবাই প্রশংসা করলো। আমার কাছে মনে হলো ফাউ প্রশংসা। কতোটুকু কি হয়েছে সেইটা তো আমি জানি।

অবশ্য কলিগকে কানে কানে বল্লাম আসল কাজ বাকী। টেস্টিং করতে গেলে বুঝা যাবে কি ডেভোলপমেন্ট হয়েছে এতোদিন পুরনো ডিভাইসের রিলিজ প্লাস নতুন প্রজেক্টের কাজ প্রায় শেষ। সেই দু:খে এক সপ্তাহ ছুটি নিয়ে নিলাম। কিন্তু ছুটিতে কোন কাজ নেই প্লাস ছুটিতে ঘুমও আসে না। কিভাবে যে ছুটি কাটাই (চিন্তার ব্যাপার)।

ভাবলাম ছোট বোনকে নিয়ে বার্লিন থেকে ঘুরে আসি। ট্রেনের টিকিটের দাম দেখে মোটামুটি বাদ। এই দামে তো প্যারিস, ইতালি ঘুরে আসা যাবে। আর উনার মতো একজন ডিসটার্বকে নিয়ে ৫ঘন্টা ড্রাইভিং করে যাবার শখ নাই। এখন প‌্যারিসে যেতেও ভালো লাগছে না।

মাত্র কয়েকমাস আগে ঘুরে আসা হলো। উনাকে প‌্যারিস, লন্ডন নিয়ে যাবো বলে অনেকদিন মুলা ঝুলাই রাখছি। শেষ পর্যন্ত হয়তো শুয়ে বসে, ছবি দেখে ছুটি শেষ। আগামী ২/৩মাস যে কি ঝড় যাবে সেই চিন্তায় এখনই মন খারাপ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।