আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে ভোট-প্রচারে খরচ ৫০ হাজার কোটি টাকা !

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।

উৎসাহ ছিল, ছিল উদ্যোগও। তবু টানা গেল না রাশ। হাজার হোক বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে কথা! হলই না হয় তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটি দেশ। যতই দারিদ্র্য থাক।

থাক অনুন্নয়ন রন্ধ্রে রন্ধ্রে। ভোট তো আর রোজ রোজ আসে না! ' না হয় খরচা হবে, মাথা হবে হেঁট কি?' - ছোটোবেলায় পড়া দামোদর শেঠের গল্প আজ আরও একবার ভাসছে চোখের সামনে। পঞ্চদশতম লোকসভা নির্বাচনের জন্য দেশজুড়ে সবমিলিয়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এটাই সত্যি। মন্দার বাজারে আপনার আমার পকেটে যতই গড়ের মাঠ হোক।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যতই আগুন হোক। ভোটের প্রচারে রাজনৈতিক দলগুলির এই হাই বাজেটে তার কোনো প্রভাবই পড়েনি। কংগ্রেস ও বিজেপির হাই প্রোফাইল নেতাদের দেশজুড়ে প্রচারের ভ্রমণবাবদ ২০ কোটি টাকার উপর খরচ হয়েছে। কংগ্রেস ২১টি হেলিকপ্টার এবং ১৮টি বিশেষ জেট ভাড়া করেছিল। বিজেপি ২১টি হেলিকপ্টারের পাশাপাশি তাদের ভাড়া করা জেটের সংখ্যা ১৪টি।

এই রাজনৈতিক দলগুলিকে হেলিকপ্টারের ভাড়া দিতে হয়েছে প্রতি ঘণ্টায় ৮০ হাজার টাকা। এরসঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত হিসেবে হেলিকপ্টারের ল্যান্ডিংয়ের খরচ। বিজ্ঞাপন বাবদ বিভিন্ন দলগুলির প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ করেছে। স্লামডগ মিলিওনেয়ার খ্যাত গান 'জয় হো' কে প্রচারে ব্যবহারের জন্য কংগ্রেসকে ১ কোটি টাকা খরচ করতে হয়েছে। পঞ্চদশ লোকসভার জন্য নির্বাচন কমিশনও সবমিলিয়ে ১৩ হাজার কোটি টাকা খরচ করেছেন।

ভোটগ্রহণ পরিবহন এবং নিরাপত্তা বাহিনীর স্থানান্তরে এই টাকা খরচ হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য সরকারি এবং সরকারি প্রতিষ্ঠানগুলির খরচের পরিমাণ ৭০০ কোটি টাকা। সচিত্র পরিচয়পত্র, ভোটিং মেশিন এবং কয়েক লক্ষ বুথ তৈরিতে এই টাকা খরচ হয়েছে । নুন আনতে পান্তা ফুরাক আমার তবু জয়হোক গণতন্ত্রের , জয় হো আমাদের দেশ !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.