বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
মহাখালী রেলক্রসিং অভিমুখে তীব্র যানযট। বসে আছি। কখন জ্যাম ছাড়বে এই আশায়। তবে কানে ছিল রেডিও টুডে।
একটা গান শেষে আর জে বললেন, "এখন রাজপথের খবর। চলে যাচ্ছি আউটডোর ব্রডকাষ্টার বিটুর কাছে। " হঠাৎ চোখ পড়লো ঠিক রাস্তার উল্টো দিকে ডিজিডিপির সামনে রেডিও টুডের একটি এন্টিনা ওয়ালা মাইক্রোবাস। স্লাইডিং ডোরটি খোলা। আর ভিতরে ব্রডকাষ্টার বিটু মাইক্রোফোন নিয়ে অনবরত রাস্তার খবর দিয়ে যাচ্ছে।
সে কথা বলছে মাইক্রোফোনে আর আমি শুনতে পাচ্ছি রেডিওতে।
কিন্তু তাকে দেখলাম চোখ বন্ধ করে ঝাড়া মুখস্ত বলে গেলেন। ভেবেছিলাম হয়ত কাগজ দেখে উনি পড়ছেন। পরে দেখলাম তাও না। এমনকি মহাখালীর জ্যামের কথাটাও বললেন না।
বললেন, স্বাভাবিক আছে।
আবারও রেডিওর কন্ট্রোল বিটুর কাছ থেকে আর জে এর হটসিটে চলে গেলো। কিন্তু আমরা জ্যামেই বসে রইলাম। বিটুও রাস্তার উল্টোদিকে বসে রইলেন। তাহলে কি এই ট্রাফিক ব্রডকাষ্টিং শুধুই মুখস্ত পড়া হয়।
কারণ একেক সময় তো একেক রাস্তার খবর একেক রকম হবে। আর ট্রাফিক কন্ট্রোল রুম ও সব জায়গার প্রতিনিধির কাছ থেকে খবর জোগাড় করে এত তাড়াতাড়ি মুখস্ত করা সম্ভব? আসলে ব্যাপারটি কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।