ব্যক্তিগত জীবনে আমি একজন "কম্পিউটার সিষ্টেম এডমিনিষ্ট্রটর", এর বাইরেও একটি জগত আছে যা আমি ক্রমন্ময়ে উপস্থাপন করব । আপনারা শুধু এইটুকু সুযোগ দিবেন আশা করছি। ধন্যবাদ ।
ইদানিং অশ্রুপাতের পরিমান আনেক গুন বেড়ে গেছে
কারণে অকারণে অনেক অশ্রুই গড়িয়ে পড়ে
মাকে দেখতে না পাওয়ার অশ্রু
বাজান হারিয়ে যাওয়ার অশ্রু
ভাই বোন বখে যাওয়ার অশ্রু
অর্থের টানা পোড়েনের অশ্রু
আরো আনেক অশ্রু আছে
যার ব্যাপ্তি আছে ভাষা নেই
অমুছনীয় কালির মত
দগ দগে ঘা হয়ে থাকে।
সেলাই মেশিনের খট খট আওয়াজে
জীবনটা জোড়া লাগাতে চেয়েছিলাম
পুকুর জলে ঢিল ছুড়ে এক একটা ভাবনাকে
ঢেউয়ের দোলায় দোলাতে চেয়েছিলাম
তা আর হল কোথা
হতাসার বালিসে ঘুমাতে
এখন আর ক্লান্তি আসে না
এখানে জীবনের নতুন কোন
সংজ্ঞা নেই,নেই বাহল্য অভিব্যক্তি
তাইতো মনে হয় -
ইদানিং অশ্রুপাতের পরিমান আনেক গুন বেড়ে গেছে
কারণে অকারণে অনেক অশ্রুই গড়িয়ে পড়ে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।